হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গত ১ ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
দেশটির বিরুদ্ধে গুরুতর অপরাধ নিয়ে কাজ করা জাতিসংঘের তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমিজান এ মন্তব্য করেছেন।
জাতিসংঘের তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমিজান সাংবাদিকদের বলেন, তাদের কাছে সাধারণ নাগরিকদের ওপর হামলার বিষয়ে নানা তথ্য এসেছে। এ সংক্রান্ত ১৫ লাখেরও বেশি তথ্য তাদের কাছে আছে। এসব বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
এসবের আলোকে তিনি বলেন, দেশটিতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। তদন্তকারীরা সহিংতার মাত্রা বিবেচনায় আনছেন।
তার ভাষ্যমতে প্রথমদিকের কয়েক সপ্তাহে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে নিরাপত্তা বাহিনীর হামলার অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনকারীদের দমাতে নিরাপত্তা বাহিনীর এসব অযাচিত কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। আটকের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না বলে অভিযোগ এসেছে। এর মধ্যে বিরোধী দলের কর্মী ছাড়াও সাংবাদিক, চিকিৎসা কর্মীও রয়েছেন।