হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দনেশনামে ইমাম হোসাইন পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ:) বলেন:
عِبادَ اللَّهَ اتَّقُوا اللَّهَ وَ كُونُوا مِن الدُّنْيا عَلى حَذَرٍ... فَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزّٰادِ التَّقْوىٰ فَاتقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُون
ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন:
হে আল্লাহর বান্দাগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার ব্যাপারে সাবধান থাক। আর তোমরা আখেরাতের পাথেয় সংগ্রহ করো, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া ও পরহেজগারিতা। আশা করা যায় যে, তোমরা সফলকাম হবে।
(দানেশ নামে ইমাম হোসাইন, হাদিস নং ৩৯৩৮)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন