হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস আল কাফি, পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
مالُكَ إن لَم يَكُنْ لَكَ كُنتَ لَهُ، فلا تُبقِ علَيهِ فإنّهُ لا يُبقي علَيكَ، وكُلْهُ قَبلَ أن يَأكُلَكَ .
সম্পদ যদি তোমার জন্য না হয়ে থাকে, তুমি সম্পদের জন্য, অতএব সম্পদ জমা রেখো না, কারন সম্পদ তোমার জন্য জমা থাকবে না, অতএব সম্পদ তোমাকে খাওয়ার আগে তুমি সম্পদকে খেয়ে ফেলো।
(দনেশনামে ইমাম হোসাইন, হাদীস নং: ৩৮৮৬)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন