হাওজ নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, নাইজেরিয়ায় যে মোমিন ব্যক্তি যিনি সাম্প্রদায়িক সমন্বয় সাধনের চেষ্টা করছেন তার উপর কেন এত অত্যাচার করা হচ্ছে।
কেন সেখানে এক হাজার মানুষকে হত্যা করা হয়? কেন সেই মোমিন ব্যাক্তির ছয়জন পুত্র সন্তানকে শহীদ করা হলো? কী অপরাধ ছিল তাদের? এই মর্মান্তিক দুর্ঘটনায় ইসলাম বিশ্ব নীরব কেন?