হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর পাকিস্তান, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ উর্দু ভাষী যায়ের মাশহাদে ইমাম রেজা (আ:)-এর পবিত্র মাজার যিয়ারত করেন।
গত দুই বছর ধরে করোনা ভাইরাসের কারণে উর্দু ভাষী যায়েরদের প্রবাহ বন্ধ থাকায় হারাম ইমাম আলী রেজা (আ:) এর সেবকরা সর্বত্র বসবাসকারী ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি প্রযোজনার মাধ্যমে ধারাবাহিক অনুষ্ঠান শুরু করে।
তবে এখন ইসলামী প্রজাতন্ত্র ইরান আবার উর্দু ভাষী যায়েরদের জন্য ভিসা দিচ্ছে।