۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
কাশ্মীরের প্রাচীন মসজিদ
কাশ্মীরের প্রাচীন মসজিদ

হাওজা / দীর্ঘ দুই বছর যাবত বন্ধ আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্ববৃহৎ প্রাচীন মসজিদ। শ্রীনগরের ঐতিহ্য আরো সমৃদ্ধ করেছে ৬ শ বছরের পুরোনো এ স্থাপত্যশৈলী।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ দুই বছর যাবত বন্ধ আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্ববৃহৎ প্রাচীন মসজিদ। শ্রীনগরের ঐতিহ্য আরো সমৃদ্ধ করেছে ৬ শ বছরের পুরোনো এ স্থাপত্যশৈলী। তবে দীর্ঘ সময় ধরে এ মসজিদের তালাবদ্ধ দরজা আগের অনুভূতিকে ম্লান করে দিয়েছে।

কাঠ ও ইটের তৈরি এ মসজিদে প্রতিদিন কয়েক হাজার মুসল্লি নামাজ পড়তেন। ৩৭৪টি খুঁটির এ মসজিদে প্রায় ৩৩ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ পড়তে পারেন। শহরের শতকরা ৯৬ ভাগ মুসলিম হলেও নানা কারণে বন্ধ রাখা হয়েছে ঐতিহাসিক এ মসজিদ।

বিশেষত প্রতি শুক্রবার কাশ্মীরের মুসলিমরা এ মসজিদে এসে জুমার নামাজ পড়তে সমবেত হন। শুধু তাই নয়, যেকোনো রাজনৈতিক অধিকারের আন্দোলনেও এ মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অনেক সময় উত্তেজনা, শঙ্কা ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তাই দুই বছরের অধিকাংশ সময়েই এ মসজিদ বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের পক্ষ থেকে বন্ধ রাখার কারণ সম্পর্কে কয়েক বার জানতে চাইলেও কিছুই জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ। অবশ্য আগে কর্মকর্তারা বলতেন যে সরকার বাধ্য হয়ে মসজিদ বন্ধ রেখেছেন; কারণ মসজিদের পরিচালনা কমিটি এখানকার ভারতবিরোধী আন্দোলন বন্ধ করতে সক্ষম নন।

تبصرہ ارسال

You are replying to: .