۱۳ اردیبهشت ۱۴۰۳ |۲۳ شوال ۱۴۴۵ | May 2, 2024
News ID: 375550
23 دسمبر 2021 - 12:31
করোনা ওমিক্রোন
করোনা ওমিক্রোন

হাওজা / করোনা ওমিক্রোনে এক ব্যক্তির মৃত্যুর কারণে ইসরাইল এক বছরের মধ্যে করোনা টিকার ৪র্থ ডোয্ শুরু করতে যাচ্ছে !

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, করোনা ওমিক্রোনে এক ব্যক্তির মৃত্যুর কারণে ইসরাইল এক বছরের মধ্যে করোনা টিকার ৪র্থ ডোয্ শুরু করতে যাচ্ছে ! এক দিকে যেমন এ খবর হাস্যকর ঠিক তেমনি অন্য দিকে এ খবর এক অশনি সংকেত । শুধু ৪র্থ ডোয্ নয় কিছু দিন অন্তর অন্তর নতুন ডোয্ নিতে হবে এবং এ ভাবে অনেকের মতে অন্ততঃ ১৪ ডোয্ পর্যন্ত টিকা নিতে হতে পারে ।

ইসরাইল এই অল্প কিছু দিন আগে করোনা টিকার বুস্টার অর্থাৎ তৃতীয় ডোয্ দিয়েছে তার জনগণকে । করোনার ওমিক্রোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে এক ইসরাইলী নাগরিকের মৃত্যুর পর ইসরাইল তার নাগরিকদের করোনা টিকার ৪র্থ ডোয্ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উত্থাপিত হয় যে ইসরাইলে অল্প কিছু দিন আগে শেষ হওয়া করোনার বুস্টার অর্থাৎ তৃতীয় ডোয্ও টিকা গ্রহণকারীদের দেহে প্রথম ও দ্বিতীয় ডোয্ সহ পর্যাপ্ত পরিমাণ ইমিউনিটি ( করোনা সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা ) তৈরি করতে পারে নি বলেই কি বেশ অল্প দিনের মধ্যেই অর্থাৎ এক বছরের মধ্যেই দেশটি তার নাগরিকদের ৪র্থ ডোয্ করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছে ?! এ কেমন কথা ? এত ঘন ঘন করোনা টিকা নেওয়া কি টিকা গ্রহণকারীদের দেহ ও স্বাস্থ্যের জন্য

নিরাপদ ? এ ভাবে যদি নিত্য নতুন ভ্যারিয়েন্টের জন্য তিন চার মাস অন্তর অন্তর করোনা টিকা অনির্দিষ্টকালের জন্য যেমন : দশ বছর বা পাঁচ বছর বা তার কম বেশি সময়ের জন্য নিতে হয় তাহলে বিশ্বজুড়ে জনগণের দেহে এ টিকার

পার্শ্ব প্রতিক্রিয়া কেমন যে ভয়াবহ হবে বা আদৌ হবে কিনা সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা , চিকিৎসা বিশেষজ্ঞরা এবং রাষ্ট্র সমূহের দায়িত্বশীল কর্মকর্তা ও নেতৃবৃন্দ কিছুই বলছেন না । তারা খালি তোতা পাখির মতো গত বাধা বুলি আওড়িয়ে বলছেন : শুধু টিকা নিতে হবে সবাইকে ব্যস্ !! আর কোনো প্রশ্ন নয় । কয়বার , ৫ বার , ১০ বার ১৪ বার বা তারও বেশী ? কোনো প্রশ্ন নয় ! এ যেন সামরিক ডিক্টেটরের বিধি নির্দেশ জারির মতো ! আর এক বার ভেবে দেখুন শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও বছরে ৪বার বা তিন চার মাস অন্তর অন্তর অনির্দিষ্ট কালের জন্য বিশ্ব জুড়ে টিকার ব্যয় ও খরচ কত বিশাল হবে যা বহন করা সরকার ও জনগণের পক্ষে সম্ভব হবে কি ? এ ছাড়া পৃথিবীর ৮৫০ কোটি মানুষের জন্য বা অধিকাংশ বিশ্ববাসীকে ওষুধ কোম্পানি গুলো কি ঘন ঘন তিন চার পাঁচ মাস অন্তর অন্তর টিকা সরবরাহ করতে ও যোগান দিতে পারবে ? এ পর্যন্ত টিকা বাজারে আসার এক বছর পার হয়ে যাওয়ার পরেও পুরো বিশ্ব বাসীর অর্ধেকেরও কম পুরোপুরি টিকা নিয়েছে । তাই কারো পক্ষেই এত ঘন ঘন ও অল্প সময়ের ব্যবধানে পৃথিবীবাসীদেরকে পুরোপুরি টিকা দান সম্ভব হবে না । তাহলে টিকা দানের মাধ্যমে করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে হার্ড ইমিউনিটি আনয়ন ও সম্ভব হবে না । অতএব এ ব্যাপারে টিকা ছাড়াও আরো অন্যান্য বিকল্প কার্যকর পদ্ধতি নিতে হবে । যেমন : প্রচলিত এ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা ও ওষুধের ব্যবহার , লাইফস্টাইলের সংশোধন , সুষম পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যগ্রহণ ,

দেহ সচল রাখা , কায়িক পরিশ্রম , মানসিক সুস্থতা , পরিস্কার

পরিচ্ছন্নতা বজায় রাখা , মহান স্রষ্টার উপর তাওয়াক্কুল ও আশা ভরসা রাখা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা ইত্যাদি ।

ইসরাইলের মতো দেশ যদি করোনার নতুন ধরণের ( ওমিক্রোন ) জন্য যদি করোনা টিকার ৪র্থ ডোয্ নিতে যায় তাহলে বোঝা যাচ্ছে যে সামনে করোনার আরো নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের জন্য বহু ডোয্ টিকা নিতে বাধ্য করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা , সরকার সমূহ এবং টিকা নির্মাতা প্রতিষ্ঠান সমূহ এবং এ ভাবে কোটি কোটি ডলারও তখন আয় হয়ে যাবে !! তাহলে এতে মন্দ কি ?

মুহাম্মদ মুনীর হুসাইন খান

২৩-১২-২০২১

২-১০-১৪০০

تبصرہ ارسال

You are replying to: .