আমাদের ইতিহাস ও রেওয়ায়েত থেকে জানা যায় যে, হযরত ফাতিমা জাহরার (সা:) নিকট শুধু নবুওয়াত ও ইমামতের দায়িত্বই ছিল না, কিন্তু আধ্যাত্মিকভাবে হজরত জাহরা (সা:), মহানবী (সা:) ও আমিরুল মুমিনীনের মধ্যে কোনো পার্থক্য নেই।
News ID: 375634
25 دسمبر 2021 - 21:14
- پرنٹ
হাওজা / ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনায়ী বলেন, ইসলামিক ইতিহাস এবং রেওয়ায়েত অনুযায়ী হযরত ফাতিমা জাহরার (সা:) নিকট শুধু নবুওয়াত ও ইমামতের দায়িত্বই ছিল না, কিন্তু আধ্যাত্মিকভাবে হজরত জাহরা (সা:), মহানবী (সা:) ও আমিরুল মুমিনীনের মধ্যে কোনো পার্থক্য নেই।