۴ اردیبهشت ۱۴۰۳ |۱۴ شوال ۱۴۴۵ | Apr 23, 2024
News ID: 375655
26 دسمبر 2021 - 13:57
মাওলানা মাসুম আলী গাজী
মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : চুগলখোরীর নিন্দা।

অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : চুগলখোরীর নিন্দা।

মহান আলেম শেখ সাদুক্ব (রহঃ) মহানবী (সাঃ) থেকে বর্ণনা করেছেন যে, হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন :

"وَمَنْ مَشٰی فِیْ نَمِیْمَةِ بَیْنَ اثْنَیْنِ سَلَّطَ اللّٰهُ عَلَیْهِ فِیْ قَبْرِه نَارًا تُحْرِقُه اِلٰی یَوْمِ الْقِیَامَةِ وَاِذَا خَرَجَ مِنْ قَبْرِه سَلَّطَ اللّٰهُ عَلَیْهِ تَنِیْنًا اَسْوَدَ یَنْهَشُ لَحْمَهُ حَتّٰی یَدْخُلَ النَّارَ"

"যদি কোন ব্যক্তি দু’জনের মধ্যে চুগলি বা কুৎসা রটায়, তবে মহান আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন এক অগ্নিতে তাকে নিক্ষেপ করবেন যা কিয়ামত পর্যন্ত তাকে জ্বালাতে থাকবে। অতঃপর কবর থেকে যখন তাকে বার করা হবে, তখন আল্লাহ তাআলা তার ওপর একটি বড় কালো সাপ ন্যস্ত করবেন, যেটি জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত নিজের দাঁত দিয়ে তার মাংস ছিঁড়তে থাকবে।"

তাফসীর এ বাসায়ের খন্ড ৪৮ পৃষ্ঠা ৪৪৬..

মহান আলেম শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেন, পরচর্চা বা চুগলখোরীর নিন্দার ব্যপারে অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে এবং রেওয়ায়েতে উল্লেখ হয়েছে যে,

"পরচর্চাকারী, সর্বদা মদ্যপানকারী এবং ব্যভিচারের দূতের (দালাল) জন্য জান্নাত হারাম।"

অন্য একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে,

کَفَرَ مِنْ هٰذِهِ الْاُمَّةُ عَشَرَةَ

"এই উম্মতে দশ শ্রেনীর মানুষ কাফের, যাদের মধ্যে একজন হল নিন্দুক বা চুগলখোর।"

চুগলখোরীর মধ্যে সবচেয়ে ভয়ংকর চুগলখোরী হল শাসকের কাছে চুগলি ও অভিযোগ করা।

হাদীসে উল্লেখ হয়েছে যে,

"যে ব্যক্তি শাসকের কাছে জনগণের চুগলি করবে, কেয়ামতের দিন তাকে অগ্নির শূলিতে চড়ানো হবে।"

এছাড়া উক্ত বিষয়ে আরও অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .