মুস্তাক আহমদ (সত্যের পথে)
বিজ্ঞানী নিউটন একটি এক লাইনের কথা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন ৷ তিনি বললেনঃ
"প্রত্যেক ক্রিয়ার বিপরীত মুখি প্রতিক্রিয়া আছে ৷"
.....এই একটি বাক্য (কলেমা) 'র শিক্ষায় বিশ্বের মানুষ এতটা শিক্ষত হলেন ও প্রভাবিত হলেন যে, এই লাইন বিশ্বকে অনেক আবিস্কার এনে দিলো ৷
.........এই একটি লাইন বিশ্বকে অনেক কল্যাণ বা অনেক অবদান বা অনেক আবিস্কার বা উপহার এনে দিলো ৷
..............কিন্তু
১৪৫০ বছর পূর্বে পৃথিবীর শ্রেষ্ট মানুষ, পৃথিবীর সবথেকে মর্যাদাশীল ব্যক্তি বিশ্বকে দিয়ে গেলেনঃ......
...."লা এলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ ৷"
এই বাক্যটিকে (কলেমাটিকে) আমরা পবিত্র বাক্য অর্থাৎ পবিত্র কলেমা বলে থাকি ৷
প্রমানিত সত্য …নবীপাকের বলে যাওয়া এই পবিত্র বাক্যটি বিশ্বে সবথেকে বেশী বেশী পাঠ করা হয় ৷ সবথেকে বেশী উচ্চারণ করা হয় ৷
.............কিন্তু
প্রমানিত সত্য যে, এই বাক্য এতবেশী পাঠ করেও এত বেশী উচ্চারণ করেও মানুষ গরীব, মানুষ ভিখারী, মানুষ মসজিদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন কত অসহায় হয়ে ৷
নিউটনের একটি লাইন বিশ্বকে বহু আবিস্কার এনে দিলো ৷ কিন্তু দুঃখের বিষয় নবীপাকের রেখে যাওয়া ঐ একটি লাইন বিশ্বকে সমৃদ্ধ করে দেওয়ার দরকার ছিলো ৷ এবং নবীপাক তিনি করে দেখিয়েও ছিলেন…যে, এমন এক সময় এলো মদিনাতে জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যেত না ৷
কিন্তু নবীপাকের চলে যাবার পর …ঐ লাইনটি পাঠ করেও মুসলমান নিজেরা যুদ্ধে লিপ্ত হলো, জামাল যুদ্ধ, সিফফিন যুদ্ধ, নাহারন যুদ্ধ, কারবালার যুদ্ধ ৷ ক্ষমতা লোভ অন্যায় জুলুম চলে এলো ৷
কেন এমন হলো??
কারা এমন করলো??