মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী
قال امامنا الصادق علیه السلام:
الدُّهنُ یُلَیِّنُ البَشَرَةَ و یَزیدُ فِی الدِّماغِ و یُسَهِّلُ مَجارِیَ الماءِ و یُذهِب القَشَفَ و یُسفِرُ اللَّونَ؛
الکافی، ج ۶، ص ۵۱۹.
ইমাম সাদিক (আঃ) হতে বর্ণিত: -
তিনি বলেন: -
তেল ত্বককে নরম করে, (ত্বকের উপর তেলের মালিশ) মস্তিষ্কে বৃদ্ধি করে, জলের কোর্স সহজ করে, ত্বকের ছিদ্র পরিষ্কার করে, এবং শরীরের ময়লা দূর করে, ত্বকের রং উজ্জ্বল করে।
(আল-কাফী, খন্ড ৬, পৃ. ৫১৯,)