۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / আটাশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : ইমাম আলী (আঃ)-এর উপদেশ ও নসিহত।

মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

আটাশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : ইমাম আলী (আঃ)-এর উপদেশ ও নসিহত।

শেখ কুলাইনী (রহঃ) ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) থেকে বর্ণনা করেন :

عَنْ اَبِیْ جَعْفَرٍ عَلَیْهِ السَّلامُ قَالَ کَانَ اَمِیْرُ الْمُوْمِنِیْنَ عِنْدَکُمْ یَغْتَدِیْ کُلَّ یَوْمٍ بُکْرَةً مِنَ الْقَصْرِ فَیَطُوْفُ فِیْ اَسْوَاقِ الْکُوْفَةِ سُوْقًا سُوْقًا وَ مَعَهُ الدُّرَّةُ عَلٰی عَاتِقِه وَکَانَ لَهَا طَرْفَانِ وَ کَانَتْ تُسَمَّی السَّبَیْبَةَ فَیَقِفُ عَلٰی اَهْلِ کُلِّ سُوْقٍ فَیُنَادِیْ یَا مَعْشِرَ التُّجَارِ اِتَّقُوْا اللّٰهَ عَزَّ وَ جَلَّ فَاِذَا سَمِعُوْا صَوْتَه عَلَیْهِ السَّلامُ اَلْقُوْا مَا بِاَیْدِیْهِمْ وَ اَرْعَوْا اِلَیْهِ بِقُلُوْبِهِمْ وَ سَمِعُوْا بِاَذَانِهِمْ فَیَقُوْلُ عَلَیْهِ السَّلامُ قَدِّمُوْا الْاِسْتِخَارَةُ وَ تَبَرَّکُوْا بِالسَّهُوْلَةِ وَ اقْتَرَبُوْا مِنَ الْمُبْتَاعِیْنَ وَ تَزِیّنُوْا بِالْحِلْمِ وَ تَنَاهُوْا عَنِ الْیَمِیْنِ وَ جَانِبُوْا الْکِذْبَ وَ تَجَافُوْا عَنِ الظُّلْمِ وَ انْصِفُوْا الْمَظْلُوْمِیْنَ وَ لاتَقْرَبُوْا الرِّبَا وَاَوْفُوْا الْکَیْلَ وَ الْمِیْزَانَ وَلاتَبْخَسُوْا النَّاسَ اَشْیَائَهُمْ وَلاتَعْثَوْا فِیْ الْاَرْضِ مُفْسِدِیْنَ فَیَطُوْفُ عَلَیْهِ السَّلامُ فِیْ جَمِیْعِ اَسْوَاقِ الْکُوْفَةِ ثُمَّ یَرْجِعُ فَیَقْعُدُ لِلنَّاسِ

"আমিরুল মুমিনীন হযরত আলী (আঃ) প্রতিদিন কুফার খেলাফত ভবন থেকে বের হয়ে কুফার বাজারে বাজারে ঘুরতেন এবং তাঁর কাঁধে চাবুক থাকতো। উক্ত চাবুকের দুটি প্রান্ত (মুখ) ছিল, যাকে সাবাইবা বলা হত। হযরত আলী প্রতিটি বাজারের মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন :

"হে বণিক সমাজ! আল্লাহর শাস্তি থেকে সাবধান হও।"

লোকেরা হজরত আলীর আওয়াজ শুনলে তাদের হাতে যা থাকত তা রেখে অন্তরের গভীর থেকে ইমামের দিকে দৃষ্টি আকর্ষণ করতো।

হযরত আলী (আঃ) বলতেন :

"উত্তম চাহিদাকে প্রাধান্য দাও, উত্তম কর্মের মাধ্যমে বরকত কামনা কর, ক্রেতাদের দৃষ্টিতে (অর্থাৎ, নিজের জিনিসের দাম ক্রেতার ধারণার চেয়ে বেশি বল না) নিজেকে সহনশীল ও ধৈর্যের সাথে সজ্জিত কর, কসম খাওয়া থেকে সাবধান থাক যদিও তা সত্য হয়, মিথ্যা কথোপকথন থেকে দূরে থাক, অত্যাচার থেকে দূরে থাক, নিপীড়িতদের সাথে ন্যায়বিচার কর (অর্থাৎ কোন ক্রেতার সাথে যদি প্রতারণা হয় আর সে যদি চুক্তি রদ করতে চায় তবে তার কথা মান্য কর), সুদের নিকটেও যেও না (অর্থাৎ যেখানে সুদের সম্ভাবনা থাকে সেখানে এড়িয়ে চল) দাঁড়িপাল্লার মাপকাঠি ঠিক রাখো, মানুষের অধিকার খর্ব করো না এবং জমিনে ফাসাদ ছড়িয়ে দিও না।

তিনি (আঃ) বাজার থেকে ফিরে এসে মানুষের কথাবার্তা শুনতেন এবং তার সমাধান করতেন।"

ফুরু-এ-কাফী খন্ড ৫ পৃষ্ঠা ১৫১

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .