۳۰ فروردین ۱۴۰۳ |۹ شوال ۱۴۴۵ | Apr 18, 2024
ইমাম হোসেন (আঃ)
ইমাম হোসেন (আঃ)

হাওজা / ইমাম হোসায়েন (আ:) এর যিয়ারত সম্পর্কে ইমাম জাফর সাদিক (আ:) বলেন, ইমাম হুসাইন (আঃ)-এর যিয়ারতকে অবহেলা করবেন না, এতে আল্লাহ আপনার আয়ু দীর্ঘ করবেন এবং আপনার রিযিকে (জীবিকায়) বৃদ্ধি করবেন ও আপনার জীবন সুখী আর শাহাদাতের মৃত্যু দান করবেন।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

قال امامنا الصادق عليه السلام:

لاتَدَعْ زيارَةَ الحُسَينِ بنِ عَلِيٍّ عليه السلام يَمُدُّ اللّه ُ في عُمرِكَ و يَزيدُ في رِزقِكَ و يُحييكَ اللّه ُ سَعيدا ولاتَموتُ إلاّشَهيدا ؛

ইমাম সাদিক (আঃ) হতে বর্ণিত:-

তিনি বলেছেন:- ইমাম হুসাইন (আঃ)-এর যিয়ারতকে অবহেলা করবেন না, এতে আল্লাহ আপনার আয়ু দীর্ঘ করবেন এবং আপনার রিযিকে (জীবিকায়) বৃদ্ধি করবেন ও আপনার জীবন সুখী আর শাহাদাতের মৃত্যু দান করবেন।

(ওয়াসায়েল আল-শিয়া, খন্ড ১৪, পৃষ্ঠা ৪৩১)

تبصرہ ارسال

You are replying to: .