লেখা: আবুল কাসিম
পর্ব ২- এ ঘটনা সম্পর্কে ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে, হযরত আলী ইবনে আবি তালিব ও যুবাইরসহ একদল মুহাজির হযরত আবু বকরের অনুকূলে বাই'আতের ঘটনায় ক্ষুব্ধ হন এবং তলোয়ার হাতে হযরত ফাতেমার গৃহে গমন করেন। ⁵
হযরত আবু বকরকে খবর দেয়া হলো যে, একদল মুহাজির ও আনসার রাসূলুল্লাহ্ (সা.)-এর কন্যা ফাতেমার গৃহে আলী ইবনে আবি তালিবের সাথে একত্র হয়েছেন। ⁶ এবং আরো জানানো হয় যে, আলীর অনুকূলে বাই'আত হওয়াই তাঁদের একত্র হওয়ার উদ্দেশ্য। ⁷
এমতাবস্থায় হযরত আবু বকর হযরত ওমরকে হযরত ফাতেমার গৃহে যাওয়ার ও সেখানে অবস্থান গ্রহণকারীদের বের করে নিয়ে আসার দায়িত্ব দেন এবং বলেন- “তারা প্রতিরোধ করলে ও বের হয়ে আসতে না চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো।” হযরত ওমর হযরত ফাতেমার গৃহে আগুন দেয়ার জন্যে মশাল সাথে নিয়ে যান। হযরত ফাতেমা তা দেখে বলেন- “হে খাত্তাবের পুত্র। আমার ঘরে আগুন দিতে এসেছ?” হযরত ওমর বললেন- “হ্যা, যদি না উম্মতের সাথে অভিন্ন মতে এসো এবং বাই'আত হও।" ⁸
ঐতিহাসিকগণ লিখেছেন যে, নিম্নলিখিত ব্যক্তিদেরকে হযরত ফাতেমার গৃহে প্রবেশের জন্যে পাঠানো হয়েছিল –
১) ওমর বিন্ খাত্তাব,
২) খালেদ্ বিন্ ওয়ালীদ্,
৩) আবদুর রহমান বিন্ 'আওফ্,
৪) ছাবেত্ বিন্ শাম্মাস্,
৫) যিয়াদ্ বিন্ রাবীদ্,
৬) মুহাম্মাদ্ বিন্ মাসলামাহ্,
৭) সালামাহ্ বিন্ সালেম্ বিন্ ওয়াক্বাস্,
৮) সালামাহ্ বিন্ আলাম্,
৯) হুযাইর্,
১০) যায়েদ্ বিন্ ছাবেত্।
“আল্-ইমামাহ্ ওয়াস্-সিয়াসাহ্” গ্রন্থে উদ্ধৃত এক রেওয়ায়েতে বলা হয়েছে—
তাঁরা যখন হযরত আলীর গৃহে জমায়েত হলেন তখন হযরত ওমর এলেন এবং তাঁদেরকে ডাকলেন। কিন্তু তাঁরা গুরুত্ব দিলেন না ও বেরিয়ে এলেন না। তখন হযরত ওমর (তাঁর সঙ্গের লোকদেরকে) লাকড়ি আনতে বললেন এবং (গৃহে অবস্থান গ্রহণকারীদের উদ্দেশে) বললেন- “সেই আল্লাহর শপথ ওমরের প্রাণ যার হাতে অবশ্যই তোমাদের বেরিয়ে আসতে হবে, অন্যথায় ঘরের মধ্যে যারা আছে তাদেরসহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলব।” ⁹
হযরত ওমরকে বলা হলো- “হে আবু হাফস্! ফাতেমা এ ঘরে আছেন।” হযরত ওমর জবাব দিলেন- “থাকুক না কেন।” ¹⁰
"আল্-আন্ছাবুল্ আশরাফ্” গ্রন্থে এ ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে -
হযরত আবুবকর হযরত আলীর নিকট থেকে বাই'আত গ্রহণের জন্যে তাঁর কাছে লোক পাঠালেন। কিন্তু তিনি বাই'আত হলেন না। তখন হযরত ওমর আগুনের মশাল নিয়ে তাঁর গৃহের পানে রওয়ানা হলেন। হযরত ফাতেমা ঘরের দরজায় তাঁর সাথে মুখোমুখি হলেন এবং তাঁকে বললেন- “হে খাত্তাবের পুত্র! তুমি আমার ঘরে আগুন দিতে চাচ্ছ?” হযরত ওমর জবাব দিলেন- “হ্যা, তোমার পিতা যা এনেছেন এর ফলে তা সুদৃঢ়তর হবে।" ¹¹
জাওহারী তাঁর “আস্-সাক্কীফাহ্” গ্রন্থে লিখেছেন-
“আলীর গৃহে গৃহবাসীদেরসহ অগ্নিসংযোগ করার জন্যে ওমর অপর কয়েকজন মুসলমানসহ সে গৃহের পানে রওয়ানা হন।"... ¹²
বিখ্যাত ঐতিহাসিক ইবনে শাহনাহ্ লিখেছেন-
“ঘরে যারাই থাকুন না কেন তাঁদের সকলকেসহ আগুন দেয়ার জন্যে ..….।” ¹³ ...চলবে