۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ইরান একটি শক্তিশালী দেশ
ইরান একটি শক্তিশালী দেশ

হাওজা / ইরানের সামরিক শক্তি অপ্রচলিত ও অপ্রথাসিদ্ধ রণকৌশল ও কৌশলগত স্থান সমূহে (অধিষ্ঠিত) প্রক্সি সমূহের মাধ্যমে জোরদার ( ও সমৃদ্ধ ) হয় ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আইআইএসএসের ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী জন চিপম্যান গত নভেম্বরে ( ২০১৯ ) এক ভাষ্যে ( commentary ) লিখেছেন : তৃতীয় পক্ষের মাধ্যমে যুদ্ধ বিগ্রহ চালানোর এক সার্বভৌম ( sovereign ) যোগ্যতা ও দক্ষতা উদ্ভাবনের মাধ্যমে ইরান মধ্য প্রাচ্যে কার্যকর প্রভাব বিস্তার কারী শক্তির ভারসাম্য নিজের অনুকূলে নিয়ে এনেছে ( অর্থাৎ নিজের পক্ষে জড় করেছে )।

চিপম্যান বলেন : ৪০ বছর ধরে বিশ্ব ব্যবস্থা ও আইন অমান্য কারী বিদ্রোহী এবং এ ব্যবস্থার বিকল্প ( শক্তি ) হিসেবে টিকে থাকার কারণে ইরান তার ( মিত্র ও ) প্রক্সিদের কাছ থেকে শ্রদ্ধা , সম্মান ও আনুগত্য অর্জন করেছে ।

আর ইরানের এই প্রক্সি শক্তিগুলোকে বিরত রাখা ও থামিয়ে ফেলারও কোনো কার্যকর পথ ও পদ্ধতি বিদ্যমান নেই ইরানের শত্রুদের সামনে!!

শুষ্টার বলেন : প্রক্সিরা ইরানের যুদ্ধ ও লড়াই ,এ দেশটির সীমান্তের বাইরে অর্থাৎ বিদেশেও সম্প্রসারিত করে দিচ্ছে।

তিনি ভারত মহাসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত কারী বাবুল মান্দাবের দিকে ইঙ্গিত করেন । আর এটা ( বাবুল মান্দাব ) ইয়েমেনের সৈকত ও তীরের ঠিক উল্টো অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত । আর এ স্থান বা অঞ্চলটি ( ইয়েমেনের এই সমুদ্র সৈকত ও তীরবর্তী অঞ্চল ) তেহরানের মিত্র হুথিদের নিয়ন্ত্রণে ।

শুষ্টার বলেন : তূলনা মূলক সংকীর্ণ এ প্রণালীটিকে( বাবুল মান্দাব ) হুথিদের কাছে ইরান কর্তৃক সরবরাহ কৃত অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ছেয়ে ও ঢেকে ফেলা যায় (আর এ ভাবে উক্ত বাবুল মান্দাব প্রণালী ইরানের পক্ষেও বন্ধ করে দেওয়া সম্ভব ) ।

এগুলো হচ্ছে এমন সব সামুদ্রিক জলপথ যেগুলো অবশ্যই মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে পাড়ি দিতে ও অতিক্রম করতেই হবে যদি তারা ভূমধ্য সাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার জন্য সুয়েজ ক্যানেলকে ব্যবহার করে ।

শুষ্টার বলেন : হুথিরা কাউকে যদি সমুদ্র তটে মোতায়েন করে ওখান দিয়ে অতিক্রমকারী কোনো মার্কিন যুদ্ধ জাহাজের দিকে তাক করে এক ঝাঁক রকেট ছুড়ে সেগুলো বিস্ফোরিত করে দেয় এমনকি সেগুলো যদি সুক্ষ্ম ও সঠিক ( exact ) আঘাত নাও হানে তাহলেও তা (শত্রুদের প্রতি শক্ত ও কঠিন ) বার্তা পাঠাবেই ।

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .