۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / ত্রিশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : আত্মীয় বন্ধন ( মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা)।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

শেখ তূসী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর এক সেবিকা সালেমা থেকে বর্ণনা করেন,

قَالَتْ کُنْتُ عِنْدَ اَبِیْ عَبْدِ اللّٰهِ عَلَیْهِ السَّلامُ حِیْنَ حَضَرْتَهُ الْوَفَاةُ فَاُغْمِیْ عَلَیْهِ فَلَمَّا اَفَاقَ قَالَ اُعْطُوْا الْحَسَنَ بْنَ َعِلِیِّ بْنِ الْحُسَیْنِ وَهُوَ الْاَفْطَسُ سَبْعِیْنَ دِیْنَارًا وَاُعْطُوْا فُلَاناً كَذَا وَ فُلَاناً كَذَا فَقُلْتُ أَ تُعْطِي رَجُلًا حَمَلَ عَلَيْكَ بِالشَّفْرَةِ قَالَ وَيْحَكَ اَمَّا تَقْرَئِیْنَ الْقُرْآنَ قُلْتُ بَلٰی قَالَ اَمَّا سَمِعْتِ قَوْلَ اللّٰهِ تَبَارَكَ وَ تَعَالٰی اَلَّذِیْنَ یَصِلُوْنَ مَا اَمَرَ اللّٰهُ بِه اَنْ یُوْصَلَ وَ یَخْشَوْنَ رَبَّهُمْ وَ یَخَافُوْنَ سُوْءَ الْحِسَابِ فَقَالَ تُرِیْدِیْنَ اَنْ لَّا اَکُوْنَ مِنَ الَّذِیْنَ قَالَ اللّٰهُ تَعَالٰی فِیْهِمُ الَّذِیْنَ یَصِلُوْنَ……… نَعَمْ یَا سَالِمَةُ اِنَّ اللّٰهَ تَبَارَكَ وَ تَعَالٰی خَلَقَ الْجَنَّةَ وَ طَیَّبَهَا وَ طَیَّبَ رِیْحَهَا وَ اِنَّ رِیْحَهَا لِیُوْجَدُ مِنْ مَسِیْرَةِ اَلْفَیْ عَامٍ وَ لایَجِدُ رِیْحَهَا عَاقٌ وَ لاقَاطِعُ رَحِمٍ

ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর মৃত্যুর সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন, যখন জ্ঞান ফেরে তখন তিনি বলেন : হাসান ইবনে আলী ইবনে হোসায়েন কে সত্তর দিরহাম দিও এবং অমুক কে এতো, অমুক কে এতো পরিমাণে দিও।

আমি জিজ্ঞাসা করলাম, "আপনি এমন একজনকে দিতে বলছেন, যে আপনার উপর খঞ্জর দিয়ে আক্রমণ করেছিল এবং আপনাকে হত্যাও করতে চেয়েছিল?

তিনি (আঃ) বলেন : তোমার উপর আফসোস! তুমি কি কুরআন শরীফ এর তেলাওয়াত করোনি? আমি বলি, হ্যাঁ! আচ্ছা তুমি কি আল্লাহর ওই বাণী শ্রবণ করোনি, যাতে আল্লাহ তাআলা বলেছেন :

"যারা আল্লাহ তাআলা'র নির্দেশিত সম্পর্ক বজায় রাখেন এবং তারা তাদের পালনকর্তাকে ভয় করেন ও খারাপ হিসাব থেকেও ভীতস্ত থাকেন।"

রাআদ ২১..

তিনি (আঃ) বলেন : তুমি কি চাও না, আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই, যাদেরকে মহান আল্লাহ তাআলা আত্মীয় বন্ধনের জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন, আর আল্লাহ তাআলা, যে সম্পর্ক বজায়..........

তিনি (আঃ) বলেন : হে সালেমা!

আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন এবং তাকে সুগন্ধি করেছেন। আর ওই সুগন্ধি দুই হাজার বছরের পথ অতিক্রম পর্যন্ত পৌঁছায়, কিন্তু পিতা-মাতার অবাধ্য সন্তান এবং আত্মীয়তা বন্ধন বা সুসম্পর্ক ছিন্ন কারী ওই সুগন্ধি শুঁকতে পারবে না (অর্থাৎ ওই সুগন্ধি থেকে সে বঞ্চিত থাকবে)।"

তাফসীর এ আয়াসী খন্ড ২ পৃষ্ঠা ২০৯..তাহযীবুল আহকাম (পুরাতন এডিশন) খন্ড ২ পৃষ্ঠা ৩৪৬..

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .