۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ইমাম হাদী ( আ: )
ইমাম হাদী ( আ: )

হাওজা / ৩ রজব মহানবী সা) - এর আহলুল বাইতের আ:) দশম ইমাম আলী আন নাকী আল- হাদী ( আ:) - এর শাহাদাৎ দিবস । ২৫৪ হিজরী সালের ৩ রজব ত্রয়দশ আব্বাসীয় খলীফা আল- মু'তাযযের নির্দেশে ইমাম হাদী ( আ:)কে যে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। তাঁর ইমামত কাল ছিল ৩৩ বছর । শাহাদাতের সময় তাঁর বয়স হয়েছিল ৪০ বছর মতান্তরে ৪২ বছর এবং কারো কারো মতে আরো বেশী ।

ইমাম হাদী ( আ :) বলেন :

اُذْکُرْ مَصْرَعَکَ بَیْنَ یَدَيْ أَهْلِکَ ,فَلَا طَبِیْبَ یَمْنَعُکَ وَ لَا حَبِیْبَ یَنْفَعُکَ.

ঐ সময়ের কথা স্মরণ করো যখন তুমি তোমার পরিবারের মোকাবেলায় দাঁড়াও ( অর্থাৎ স্বীয় পরিবারের সাথে তোমার দ্বন্দ্ব ও ঝগড়া , বিবাদ এবং মতপার্থক্য হতে থাকে অর্থাৎ স্বামী - স্ত্রীর মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকে না এবং কার্যত তারা পরস্পর শত্রুতে পরিণত হয় ) ; আর এমতাবস্থায় কোনো চিকিৎসক না তোমার মৃত্যু ঠেকাতে পারবে ، না কোনো বন্ধু তোমার উপকার সাধন করতে পারবে ।

সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .