ইমাম হাদী ( আ :) বলেন :
اُذْکُرْ مَصْرَعَکَ بَیْنَ یَدَيْ أَهْلِکَ ,فَلَا طَبِیْبَ یَمْنَعُکَ وَ لَا حَبِیْبَ یَنْفَعُکَ.
ঐ সময়ের কথা স্মরণ করো যখন তুমি তোমার পরিবারের মোকাবেলায় দাঁড়াও ( অর্থাৎ স্বীয় পরিবারের সাথে তোমার দ্বন্দ্ব ও ঝগড়া , বিবাদ এবং মতপার্থক্য হতে থাকে অর্থাৎ স্বামী - স্ত্রীর মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকে না এবং কার্যত তারা পরস্পর শত্রুতে পরিণত হয় ) ; আর এমতাবস্থায় কোনো চিকিৎসক না তোমার মৃত্যু ঠেকাতে পারবে ، না কোনো বন্ধু তোমার উপকার সাধন করতে পারবে ।
সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান