হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)
বিষয় : মৌনব্রত এর প্রশংসা।
মহান আলেম সাইয়্যেদ রাযী (রহঃ) হযরত আমীরুল মুমিনীন ইমাম আলী (আঃ) থেকে বর্ণনা করেন :
"اَلْکَلامُ فِیْ وِثَاقِكَ مَا لَمْ تَتَکَلَّمْ بِه فَاِذَا تَکَلَّمْتَ بِه صِرْتَ فِیْ وَثَاقِه فَاخْزَنْ لِسَانَكَ کَمَا تَخْزَنْ ذَهَبَكَ وَ وَرِقَكَ فَرُبَّ کَلِمَةُ سَلَبَتْ نِعْمَةً (وَجَلَبَتْ نِقْمَةً)
"যতক্ষণ না তুমি বাক্যালাপ করছো ততক্ষণ তা তোমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাক্যালাপ করা মাত্রই তুমি তার নিয়ন্ত্রণে চলে গেলে। তাই নিজের জিহ্বাকে এমন ভাবে সংরক্ষণ কর যেমন ভাবে তুমি তোমার স্বর্ণ ও রূপাকে সংরক্ষণ কর। কারণ কিছু কথাবার্তা এমনই হয়, যা কোন মহান নেয়ামতকে কেড়ে নেয় এবং কোন আযাবের কারণ হয়ে দাঁড়ায়।"
নাহজুল বালাগাহ (মুফতী জাফর হোসায়েন রহঃ) পৃষ্ঠা ৩৯০..
ইবনে আবুল হাদীদ প্রণীত শারহে নাহজুল বালাগাহ খন্ড ১৯ পৃষ্ঠা ৩২২....
শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেন, মৌন থাকার প্রশংসায় অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে যা এখানে বর্ণনা করার কোন অবকাশ নেই।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।