۱۸ اردیبهشت ۱۴۰۳ |۲۸ شوال ۱۴۴۵ | May 7, 2024
ইমাম হাদী ( আ: )
ইমাম হাদী ( আ: )

হাওজা / এ দুনিয়ায় ( পার্থিব জগতে ) মানুষের ব্যক্তিত্বের মূল্যায়ন হয় অর্থ ও ধনসম্পদের ভিত্তিতে এবং আখেরাতে ( পরকাল ) তার ( মানুষ ) ব্যক্তিত্বের মূল্যায়ন হবে তার সৎ কর্মের ভিত্তিতে ।

ইমাম হাদী ( আ:) বলেন :

اَلنَّاسُ فِي الدُّنْیَا بِالأَمْوَالِ ، وَ فِيْ الْأٰخِرَةِ بِالْأَعْمَالِ .

এ দুনিয়ায় ( পার্থিব জগতে ) মানুষের ব্যক্তিত্বের মূল্যায়ন হয় অর্থ ও ধনসম্পদের ভিত্তিতে এবং আখেরাতে ( পরকাল ) তার ( মানুষ ) ব্যক্তিত্বের মূল্যায়ন হবে তার সৎ কর্মের ভিত্তিতে ।

সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .