۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
News ID: 378270
8 مارچ 2022 - 19:17
মুস্তাক আহমদ
মুস্তাক আহমদ

হাওজা / পথ, বই, জীবন, নদী, ....নিয়ে সুন্দর একটি কবিতা সত্যিই প্রশংসনীয়।

মুস্তাক আহমদ

পথের জীবন পথচলা

সাথে বই আর কথা বলা

অল্প জীবনে গল্প কম

নদীর মত নেই বিশ্রাম ৷

জোয়ার ভাটা গতির সাথে

পথচলার অভিমতে

কখনো একা,

কখনো একসাথে

জেগে থাকার স্বপ্ন নিয়ে

ছিল জাগিয়ে দেবার ব্রত,

মান সম্মান করলো খুন

কারন ...

হতে পারিনি তাদের মনের মত !!

রাস্তা কারোর একার নয়

পথেই হয়েছে দেখা,

হাঁটলে পথে আরো কত

মানুষের হবে দেখা ৷

পথই জীবন অন্তহীন

মুক্ত মনে সত্যসাথী

পথের পাথর ঘাসের আগা

জীবনমুখি সমব্যাথী ৷

تبصرہ ارسال

You are replying to: .