মুস্তাক আহমেদ
ওরা আমায় মারলো কেন
বলতে পারো মা ?
স্কুল শেষে পড়তে গেলাম
মসজিদেতে জুমা ৷
তাদের ছেলে মসজিদে
জুমা পড়তে যায়
জুমা শেষে ঘরে তারা
ফেরে নির্ভয় ৷
তাদের ছেলে হেসে খেলে
আছে তারা বেঁচে
বোমাগুলো আমাদের মারে
কোন কোরআনে আছে ??
মাগো তোমায় প্রশ্ন করি
জবাব দিও আমায় !!
কোন কোরআনে লেখা আছে
"শিয়া মারো"... বোমায় ??
আমার কোরআন শিক্ষা দেয়
আলীউন ওলী উল্লাহ
আর মসজিদেতে বোমা মারে
তাদের হাফেজ-মোল্লা ৷
হাফেজ-মোল্লা কোরআন পড়ে
করছে বোমা মারার গেম
কোরআন পড়ে আমরা শিখি
'বেলায়ত', ঐক্য ও প্রেম ৷
ইমামদের জন্মদিনে
খুশির বার্তা দিতে
প্রান খুলে বিলিয়ে দিই
ফ্রি -তে ফ্রি -তে ৷
যখন মোরা জুমা পড়ে
মসজিদ থেকে হই বার
বাইরে দেখি কত অভাবী
করছে চিৎকার ৷
তখন মোরা মোটেও দেখিনা
কেবা শিয়া কেবা সুন্নী
কিন্তু সুধু মোদের বেলায়
বোমা মারে কি জন্যি ??
আমরা দেখিনা কে হামাশ
কে আছে হুতি !!
আমরা দেখি কোরআনে আছে
মজলুমকে সাহায্যের অনুমতি ৷
প্রশ্নগুলির জবাব দিও
আমি গেলাম চলে
হাশর মাঠে দেখা হবে
যাকে বিচার দিবস বলে ৷
মাগো আমি আর পাবোনা
তোমার হাতের ছোঁয়া
মাঝে মাঝে আমার কবরে
কোরো একটু দোয়া ৷
তোমার নয়ন ভিজিয়ে দেবে
আমার স্মৃতিগুলি
তোমার কানে বাজবে মাগো
আমার শব্দগুলি ৷
বাঁচতে দিলো না এই দুনিয়া
আল্লাহর ঘরেও বোমা !!
আমার হৃদয়ে নেই গো মা
তাদের জন্য ক্ষমা ৷
আল্লাহর কাছে বলবো আমি
এসব খুলে খুলে
আমার প্রশ্ন রেখো মাগো
জীবন্ত করে তুলে
আমার প্রশ্ন রেখো মাগো
জীবন্ত করে তুলে ৷
10 / 03 / 2022