ইমাম মুসা কাযিম (আঃ) বলেন:
জ্ঞানী ও অজ্ঞের মধ্যে পার্থক্য।
ما قُسِّمَ بَینَ الْعِبادِ أفْضَلُ مِنَ الْعَقْلِ، نَوْمُ الْعاقِلِ أفْضَلُ مِنْ سَهَرِالْجاهِلِ
"মানুষের মধ্যে জ্ঞানের চেয়ে উত্তম কোন জিনিসকে বন্টন করা হয়নি। একজন জ্ঞানী ব্যক্তির নিদ্রা একজন অজ্ঞ মানুষের জাগরণ (এবাদত ইত্যাদি) অপেক্ষা উত্তম।"
তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২১৩..
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী