অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
শুক্রবার দিনের আমল সমুহের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে: হযরত মুহাম্মদ (সা) এবং তাঁর পবিত্র আহলুল বাইতের (আ) ওপর বেশি বেশি দরূদ ও সালাত পাঠ।
যেমন :
اَللّٰهُمَّ صَلِّ عَلَیٰ مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُمْ وَ أَهْلِکْ عَدُوَّهُمْ مِنَ الْجِنِّ وَ الْإِنْسِ مِنَ الْأَوَّلِیْنَ وَ الْآخِرِیْنَ .
হে আল্লাহ! হযরত মুহাম্মদ (সা) ও তাঁর পবিত্র আহলুল বাইতের ( অতি নিকট আত্মীয় ও রক্তজ বংশধর গণ ) (আ) ওপর দুরূদ ও সালাত প্রেরণ করুন , তাঁদের ফারাজ ( কষ্ট , দু:খ , বেদনা ও উদ্বেগ ইত্যাদির নিবৃত্তি ও স্বস্তি ) ত্বরান্বিত ( তা'জীল ) এবং মানব ও জ্বিন জাতির পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্য থেকে তাঁদের ( আ) সকল শত্রুকে ধ্বংস করে দিন ।