হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে আফগানিস্তানের হেরাত শহরে জিব্রিল আল-মাহদি এলাকায় নিপীড়িত জনগণের বিশাল সমাবেশে তাকফিরি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা করেছেন, এবং আবারও উম্মাহকে সতর্ক করেছেন তাদের চক্রান্ত সম্পর্কে যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সাঈদ খতিবজাদে জোর দিয়ে বলেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আশা করে যে আফগানিস্তানের মুসলিম ভাই ও বোনেরা সহানুভূতি, সংহতি ও সহযোগিতার মাধ্যমে তাদের শত্রুদের বিভক্তিমূলক ষড়যন্ত্র নস্যাৎ করবে।
আফগানিস্তানের শিয়া ওলামা কাউন্সিল এক বিবৃতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেছে এবং নিরাপত্তা সংস্থাগুলোকে আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা তাদের জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না।
উল্লেখ্য, শুক্রবার আফগানিস্তানের হেরাত শহরের জিব্রিল আল-মাহদি এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের হামলায় ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।