হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ধর্মীয় আলেম আল্লামা হাসান জাফর নাকভী বলেছেন, ক্ষমতার লালসায় মত্ত রাজনৈতিক নেতারা গোটা জাতিকে উত্তেজিত করে তুলেছে।
চারি দিকে রাজনৈতিক বাজার লেগে আছে আর মানুষ পশুর মত বিক্রি হচ্ছে, সব শাসকই জাতি ও দেশের নাম নিচ্ছে আর কেউ জাতি ও দেশের কথা চিন্তা করে না।
সর্বোপরি পাকিস্তানি জাতি আর কতকাল এইসব রাজনৈতিক কক্ষপথের চমক দেখতে থাকবে? আল-আরিফ হাউস করাচিতে রমজান উপলক্ষে এক প্রশিক্ষণ সেশনে তিনি এসব কথা বলেন।
আল্লামা হাসান জাফর নাকভী বলেন, ক্ষমতাসীন হোক বা বিরোধী দল, সবাই আসন বাঁচাতে বা আসন পেতে পাগল হয়ে গেছে।
তিনি বলেন, এই দেশকে বাঁচাতে হলে এই সব পরীক্ষিত সিল থেকে মুক্তি পেতে হবে। এই বেঈমান শাসকদের হাত থেকে জনগণ তাদের জীবন বাঁচাতে না পারলে পাকিস্তান উন্নতি করতে পারবে না। তাই জাতিকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই শাসকরা আমাদের কী দিয়েছে। তারা নির্বাচনের আগে জনগণের সঙ্গে বড় বড় কথা বলে এবং নির্বাচনে জেতার পর নিজ নির্বাচনী এলাকার জনগণকে হেয় প্রতিপন্ন করে।