হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জর্ডান রমজান মাসে আল-আকসা মসজিদের আঙিনায় চরমপন্থী ইহুদিবাদীদের উস্কানিমূলক প্রবেশ সহ ফিলিস্তিনি ভূমিতে উত্তেজনা বাড়ানোর জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা করেছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাইসাম আবুল-ফাউল বলেছেন, আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য নিবেদিত একটি ১৪৪ একর ইবাদতের স্থান।
তিনি বলেন, চরমপন্থী ইহুদিবাদীদের উস্কানিমূলক মনোভাব আল-আকসা মসজিদের ঐতিহাসিক সত্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
জর্ডান ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে উত্তেজনা ও সহিংসতা বাড়াতে পারে এমন সব উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ইহুদিবাদী সরকার রমজান মাসে জেরুজালেমে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে।
ইহুদিবাদী পুলিশ গতকাল রাতে বাব আল-আমাউদে একটি ফিলিস্তিনি সমাবেশে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। বাব আল-আমাউদকে আল-আকসা মসজিদের অন্যতম দরজা বলে মনে করা হয়।