۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
মুহাম্মদ মুনীর হুসাইন খান
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / প্রতি শুক্রবার রাতে ( বৃহস্পতিবার দিবাগত রাতে) ১০ বার যিকর পড়া।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

প্রতি শুক্রবার রাতে ( বৃহস্পতিবার দিবাগত রাতে) ১০ বার নিম্নোক্ত এ মহান যিকর পড়া :

يَا دَائِمَ الْفَضْلِ عَلَى الْبَرِيَّةِ يَا بَاسِطَ الْيَدَيْنِ بِالْعَطِيَّةِ يَا صَاحِبَ الْمَوَاهِبِ السَّنِيَّةِ

হে মহান সত্ত্বা যিনি সৃষ্টি কুলের উপর সর্বদা কৃপা কারী , হে মহান সত্ত্বা যিনি

দানকারী স্বীয় হস্ত দ্বয় প্রসারিত করে রেখেছেন

হে মহান সত্ত্বা , যিনি সুমহান দান সমূহের অধিকারী দাতা

صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ خَيْرِ الْوَرَى سَجِيَّةً وَ اغْفِرْ لَنَا يَا ذَا الْعُلَى فِي هَذِهِ الْعَشِيَّةِ

হযরত মুহাম্মদ ও তাঁর পবিত্র রক্তজ নিকটাত্মীয় ও বংশধর গণের উপর দরূদ প্রেরণ করুন যাঁরা সৃষ্টি কুলের মধ্যে স্বভাব চরিত্র ও সৃষ্টি প্রকৃতির দিক থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম এবং হে সুমহান মহানুভব সত্ত্বা , এ রাতে ( শুক্রবার রাত ) আমাদেরকে ক্ষমা করে দিন ।

এই যিকর ঈদুল ফিতরের রাতেও পাঠ করা যায় ।

تبصرہ ارسال

You are replying to: .