۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / জান্নাতে একটি প্রবেশদ্বার আছে যা রেয়ান (অর্থাৎ তৃষ্ণা নিবারণকারী) নামে খ্যাত। ঐ দ্বার দিয়ে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

মহানবী (সাঃ) বলেন : إن للجنة بابا يدعى الريان، لا يدخل منه إلا الصائمون

জান্নাতে একটি প্রবেশদ্বার আছে যা রেয়ান (অর্থাৎ তৃষ্ণা নিবারণকারী) নামে খ্যাত। ঐ দ্বার দিয়ে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন।"

মহান আলেম শেখ সাদুক্ব (রহঃ) "মা'আনীয়ুল আখবার" নামক গ্রন্থে উল্লেখিত হাদীসের বিশ্লেষণ করে লিখেছেন যে, জান্নাতে প্রবেশের জন্য ঐ দরজাকে এই জন্য নির্বাচন করা হয়েছে, যেহেতু রোজাদারা তৃষ্ণার জন্য অনেক কষ্ট সহ্য করেন তাই রোজাদার যখন ওই প্রবেশদ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তখন এমন এক পানীয় দ্বারা তাকে স্বাগত জানানো হবে যে, তার কখনো আর পিপাসা লাগবে না।

লোকদেখানো ব্যক্তির চিহ্ন।

আমীরুল মোমিনীন হযরত আলী (আঃ) থেকে বর্ণিত হয়েছে :

ثَلَاثُ عَلَامَاتٍ لِلْمُرَائِي يَنْشَطُ إِذَا رَأَي النَّاسَ وَ يَكْسَلُ إِذَا كَانَ وَحْدَهُ وَ يُحِبُّ أَنْ يُحْمَدَ فِي جَمِيعِ أُمُورِهِ

ভন্ডামীর মধ্যে তিনটি লক্ষণ থাকে :

১- মানুষের সামনে তারা সক্রিয় এবং চতুরতা মনোভাব দেখায়।

২- একাকীত্বের সময় ধীর এবং অলস হয়।

৩- এবং সে চাই যে, প্রতিটি কর্ম ক্ষেত্রে তাকে প্রশংসা করা হোক।

(উসুল আল-কাফী, আল-ইমান ওয়া কুফর অধ্যায়)

দোয়ার সাথে চেষ্টা করাও অন্তত জরুরি।

ইমাম আলী রেযা (আঃ) বলেন :

مَن سَلَ اللَّهَ التَّوفيقَ و لَم يَجتَهِد فَقَدِ استَهَزَأَ بِنَفسِهِ.

যে ব্যক্তি আল্লাহর কাছে তৌফিক এর সাহায্যে প্রত্যয়ী কিন্তু চেষ্টা করে না। তবে সে নিজের সাথে মস্করা করছে।

(মিযানুল হিকমত হাদীস নং ২৭৯০...)

শুধু পানাহার ত্যাগ করাই যথেষ্ট নয়।

হযরত আলী (আঃ) বলেন :

الصيام اجتناب المحارم كما يمتنع الرجل من الطعام و الشراب

রোজা হচ্ছে হারাম জিনিস থেকে বিরত থাকার নাম, যেভাবে মানুষ পানাহার থেকে বিরত থাকে।

পবিত্র রমজান মাসের গুরুত্ব।

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন :

لَو يَعلَمُ العَبدُ ما في رَمَضانَ لَوَدَّ أن يكونَ رَمَضان السَّنَةَ

বান্দা যদি পবিত্র রমজান মাসের (মূল্য এবং তার মধ্যে মহান আল্লাহ তাআলা কি নিহিত রেখেছেন) তা জানতো তাহলে সে এই আশা করত যে, (যদি) পুরো বছরটাই রমজান হতো।

(মিযানুল হিকমত হাদীস নং ৩০৫৭...)

تبصرہ ارسال

You are replying to: .