۳۰ فروردین ۱۴۰۳ |۹ شوال ۱۴۴۵ | Apr 18, 2024
News ID: 379917
24 اپریل 2022 - 15:51
মাহে রমযানের দু্আ
মাহে রমযান

হাওজা / আনীসুস সালিহীন গ্রন্থে বর্ণিত আছে: মাহে রমযানের প্রতি রাতে নিম্নোক্ত এ দুআ পড়া।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

আনীসুস সালিহীন গ্রন্থে বর্ণিত আছে: মাহে রমযানের প্রতি রাতে নিম্নোক্ত এ দুআ পড়া:

أَعُوْذُ بِجَلَالِ وَجْهِکَ الْکَرِیْمِ أَنْ یَّنْقَضِيَ عَنِّيْ شَهْرُ رَمَضَانَ أَوْ یَطْلُعَ الْفَجْرُ مِنْ لَّیْلَتِيْ هٰذِهٖ وَ لَکَ قِبَلِيْ تَبِعَةٌ أَوْ ذَنْبٌ تُعَذِّبُنِيْ عَلَیْهِ

আমার থেকে রমযান মাসের শেষ ও গত হয়ে যাওয়া থেকে এবং আমার এ রাত্রি ( আজকের এ রাত ) ( ইবাদত বন্দেগী ও আমল বিহীন ভাবে ) শেষ হয়ে ফজরের উদয় হওয়া থেকে আপনার দয়ালু ক্ষমাকারী মুখ মণ্ডলের ( পবিত্র সত্ত্বা) মহিমা ও গৌরবের কাছে আমি আশ্রয় নিচ্ছি । আর ( আমি স্বীকার করছি যে ) আমার (কৃত কর্মের) পরিণতি ও ফল দেওয়ার মালিক ( অধিকারী ) কেবল আপনি অথবা (আমার) এমন গুনাহ আছে যার জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারেন ।

تبصرہ ارسال

You are replying to: .