হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
আলেম ও অজ্ঞদের সাথে আচরণ।
عَظِّمِ العالِمَ لِعِلْمِهِ وَدَعْ مُنازَعَتَهُ، وَ صَغِّرِ الْجاهِلَ لِجَهْلِهِ وَلا تَطْرُدْهُ وَلكِنْ قَرِّبْهُ وَ عَلِّمْهُ
"একজন আলেমকে তাঁর জ্ঞানের জন্য সম্মান কর এবং তাঁর সাথে ঝগড়া ও বচসা কর না।
অজ্ঞকে তার অজ্ঞতার কারণে নিজের চেয়ে দুর্বল মনে করো না, তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না, বরং তাকে কাছে রেখে তার শিক্ষার ব্যবস্থা কর।"
তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২০৯..