۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
সৈয়দ ইব্রাহিম রাইসি
সৈয়দ ইব্রাহিম রাইসি

হাওজা / দেশটির সুন্নি আলেমদের একটি প্রতিনিধি দল ১৫ মে রোববার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি শিয়া-সুন্নি জোটকে কৌশলগত গুরুত্ব হিসেবে বর্ণনা করেছেন।

আজ আহলে সুন্নাত উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট শিয়া-সুন্নি জোটকে কৌশলগত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন।

দেশের ইতিহাসে আহলে সুন্নাত স্বদেশী ও আলেমদের অবস্থান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আহলে সুন্নাত আলেম ও বুদ্ধিজীবীরা তাদের শহরে অনেক সেবা প্রদান করছেন এবং বছরের পর বছর ধরে শিয়া-সুন্নি এ দেশে ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করছেন।

তিনি এই অঞ্চলে তাকফিরিদের ক্রমবর্ধমান বৃত্তের দিকে ইঙ্গিত করে বলেন যে দেশে তাকফিরি ও সালাফি মতাদর্শ থেকে সতর্ক থাকতে হবে।

আর ব্রিটিশ শিয়া ও আমেরিকান সুন্নি একই মুদ্রার দুই পিঠ এবং উভয়ই ইসলামী বিশ্বে ঐক্যের বিরোধী।

تبصرہ ارسال

You are replying to: .