হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
বুঝে আমল করা।
قَلیلُ الْعَمَلِ مِنَ الْعاقِلِ مَقْبُولٌ مُضاعَفٌ وَ كَثیرُ الْعَمَلِ مِنْ أهْلِ الْهَوی وَالْجَهْلِ مَرْدُودٌ
"জ্ঞানী ও বিচক্ষণের সামান্যতম আমলও মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তা দ্বিগুণ প্রতিদানে পুরস্কৃত করা হয়। আর অজ্ঞ ও কামনা-বাসনাদের অধিক আমলও আল্লাহর কাছে প্রত্যাখ্যাত।"
আল-কাফী খন্ড ১ পৃষ্ঠা ১৭..