۱ اردیبهشت ۱۴۰۳ |۱۱ شوال ۱۴۴۵ | Apr 20, 2024
ইমাম জাফর সাদিক (আ:)
ইমাম জাফর সাদিক (আঃ)

হাওজা / ২৫ শাওয়াল শাইখুল আয়িম্মাহ ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের (আ:) শাহাদাত দিবস।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

মহানবীর ( সা: )পবিত্র আহলুল বাইরের ( আ: ) ৬ষ্ঠ মাসূম ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের ( আ : ) শাহাদাত দিবস । তিনি শাইখুল আয়িম্মাহ ( ( আহলুল বাইতের ( আ :) ইমামদের ( আ : ) শাইখ ) ) এবং রাঈসুল মাযহাব (( আহলুল বাইতের

( আ: ) মাযহাবের প্রধান )) নামে খ্যাতি লাভ করেছেন । তিনি পবিত্র কুরআনের তাফসীর , হাদীস , সীরাত , শরিয়তের বিধি বিধান ( ফিকহ শাস্ত্র ) ,

নীতি শাস্ত্র ও চরিত্র বিজ্ঞান ( ইলমুল আখলাক ) , সঠিক ধর্মীয় আকিদা বিশ্বাস সহ যাবতীয় খাঁটি ধর্মীয় জ্ঞান বিজ্ঞানের ( দ্বীনী উলূম ও মাআরিফ ) প্রসার ঘটিয়েছিলেন সমগ্র মুসলিম বিশ্বে । তিনি ৪০০০ শিষ্যকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে গোড়ে তুলেছিলেন । তাঁর থেকে ৪০০০০ হাদীস আমাদের কাছে পৌঁছেছে । ইমাম আমীরুল মুমিনীন আলী ( আ:) ব্যতীত এত অধিক সংখ্যক হাদীস আহলুল বাইতের ( আ:) আর কোনো মাসূম ইমাম ( আ : ) থেকে বর্ণিত হয় নি । কারণ তাঁর ইমামত কালে বনী উমাইয়ার খিলাফতের পতন ঘটিয়ে বনী আব্বাস আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করে । আর এই রাজনৈতিক পট পরিবর্তনের সময় কাল ছিল এমন এক মহা সুযোগ বা মাহেন্দ্র ক্ষণ যার তিনি ( আ: ) পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন খাঁটি ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রসার ও প্রচারের জন্য ।

তাঁর ইমামত কাল ৩৪ বছর দীর্ঘ হওয়ায় তিনি এই ৩৪ বছর আহলুল বাইতের ( আ: ) অনুসারী দেরকে

হিদায়ত করেছেন । আর এ সময় তাঁর খ্যাতি ও জ্ঞান গত ব্যক্তিত্ব সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে যা তদানীন্তন আব্বাসীয় খলীফা মনসূর দাওয়ানীকীকে খুবই ভীত করে ফেলে । অবশেষে দ্বিতীয় আব্বাসীয় খলীফা মনসূর দাওয়ানীকীর নি্র্দেশে ইমাম সাদিককে ( আ: )

আঙ্গুরের সাথে বিষ খাইয়ে

২৫ শাওয়াল ১৪৮ হিজরীতে শহীদ করা হয় । শহীদ ইমাম জাফার আস সাদিক ( আ:)কে পবিত্র মদীনা নগরীর জান্নাতুল বাকী গোরস্তানে প্রপিতামহী ফাতিমা বিনতে আসাদ ( হযরত আলী আ: -এর জননী ) , চাচা ইমাম হাসান ( আ: ) , দাদা ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদীন ( আ:) , পিতা ইমাম বাকিরের ( আ:) কবরের পাশে সমাহিত ( দাফন ) করা হয় ।

ইমাম জাফার আস সাদিকের ( আ: ) কবর যিয়ারতের ফযীলত :

ইমাম সাদিক ( আ:) বলেছেন :

যে ব্যক্তি আমাকে যিয়ারত করবে তার পাপ সমূহ ক্ষমা করা হবে এবং সে দারিদ্র ও অভাবে মৃত্যু বরণ করবে না । ( (শেখ মুফীদ প্রণীত আল - মুকনিয়াহ , ইমাম সাজ্জাদ ( আ: ) এবং ইমাম বাকির ( আ:) -এর কবর যিয়ারতের সওয়াব ও পূণ্য সংক্রান্ত অধ্যায় দ্র: ))

من زارني غُفِرَتْ لَهُ ذُنُوْبُهُ وَ لَمْ يَمُتْ فَقِيْرَاً .

আমরা এই মহান ইমামের শাহাদাত দিবসে তাঁকে স্মরণ করব , তাঁর জন্য শোক প্রকাশ করব এবং তাঁর সুমহান শিক্ষা ও আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করলেই আমরা তাঁর ও আহলুল বাইতের (আ:) প্রকৃত অনুসারীদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করব । মহান আল্লাহ পাক তাঁর ও মহান আহলুল বাইতের ( আ:) উসিলায় আমাদেরকে সেই তৌফিক দান করুন । আমীন ।

تبصرہ ارسال

You are replying to: .