۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
আয়াতুল্লাহ খামেনী
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

হাওজা / আয়াতুল্লাহ খামেনী বলেন, সঠিক পথনির্দেশক এবং উন্নতমানের গাইড পুস্তক অধ্যায়নের মাধ্যমে নিজের চিন্তাভাবনা অক্ষত রাখ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী দামাজিল্লাহ বলেন, সঠিক পথনির্দেশক এবং উন্নতমানের গাইড পুস্তক অধ্যায়নের মাধ্যমে নিজের চিন্তাভাবনা অক্ষত রাখ।

১) প্রথম ওয়াক্তে মনযোগ সহকারে নামায কায়েম কর।

২) সর্বশক্তিমান আল্লাহর সাথে নিজের সম্পর্ক দৃঢ় ও মজবুত কর।

৩) নিজের আধ্যাত্মিক নিরাপত্তার সমাধান, আল্লাহর প্রতি মনোনিবেশ, নামায, বিনতিভাবে দোয়া-এ-তাওয়াস্সুল এবং শহীদদেরকে স্মরণ করবে।

৪) প্রতিদিন অর্থসহ কোরআন শরীফের কিছু অংশের তেলাওয়াত কর।

৫) পাঠনে মনযোগ দাও।

৬) সঠিক পথনির্দেশক এবং উন্নতমানের গাইড পুস্তক অধ্যায়নের মাধ্যমে নিজের চিন্তাভাবনা অক্ষত রাখ।

৭) শহীদদের পবিত্র প্রতিরক্ষা এবং তাদের নিঃস্বার্থ কুরবানীর উপর সংকলিত পুস্তক অধ্যায়ন কর।

৮) পিতামাতার সম্মান কর এবং তাঁদের প্রদত্ত ভালবাসার প্রতিদান দাও।

৯) নিজের শরীরকে ব্যায়াম এবং সঠিক খাদ্যের মাধ্যমে সুস্থ রাখ।

১০) সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবন যাপন কর।

১১) নিজেকে এবং নিজের চারপাশের মানুষকে শত্রুদের প্রভাব থেকে রক্ষা কর।

১২) বাড়ীতে এবং শিক্ষাগত প্রতিষ্ঠানে

একজন তরুণ ও সক্রিয় কর্মী হিসেবে কার্যকর হও।

১৩) ভবিষ্যতে নিজেকে দেশ পরিচালনা করার জন্য প্রস্তুত কর।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .