۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
ইমরান খান
মুস্তাক আহমদ

হাওজা / ইমরান খান সাহেবের মুখ থেকে বার হওয়া উক্ত বাক্যটি কোন অনুমান নয়, কারন তিনি দীর্ঘ ৮০/৯০ বছর ইতিহাস জ্ঞাত ৷

মুস্তাক আহমদ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব ইমরান খান সাহেব সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন ভাষন দিতে গিয়ে ব্যক্ত করেছেন, বর্তমান সরকার ইজরাঈলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে ৷

ইমরান খান সাহেবের মুখ থেকে বার হওয়া উক্ত বাক্যটি কোন অনুমান নয়, কারন তিনি দীর্ঘ ৮০/৯০ বছর ইতিহাস জ্ঞাত ৷

আলে সৌদ ওহাবী বিগত ৭০/৮০ বছর উপমহাদেশ বগল দাবা করে ৷

পাকিস্তান'কে জবর দখল করে রেখেছে আলে সৌদ পরিচালিত 'দেওবন্দি' ৷ প্রত্যক্ষ পরোক্ষভাবে দেওবন্দিরা আলে সৌদির নির্ভেজাল নির্ভরযোগ্য এজেন্ট ৷

আর সমগ্র বিশ্বের সকল শ্রেনীর মানুষ অবশেশে জেনে গেছে ..আলে সৌদ হলো ইজরাঈলের নির্ভরযোগ্য দালাল ৷

ইমরান খান পাকিস্তানকে দাজ্জালী ইজরাঈল থেকে মুক্ত করার চেষ্টা করছিলেন ..তাই ইমরানকে সরিয়ে দেওয়া হলো ৷

ইমরানকে সরানোর জন্য দেওবন্দিরা আপ্রান (ইত্তেহাদীর) চেষ্টা করেছেন ৷ ইমরানকে সরানোর অপচেষ্টার উদাহরণ হলোঃ

এজিদের প্রসংশায় প্রকাশ্যে নারা দিয়েছে, আজানে আলীউন ওলিউল্লাহ সুমিষ্ট উচ্চারণ তুলে দেবার জন্য বিল এনেছে ৷ আহলে বাইতের নামের শেষে (আঃ) লেখা বলা তুলে দিতে চেয়েছে ৷

এসবই দেওবন্দি চালাকি ৷

যখনই ইমরানকে সরানো হলো, ঠিক তখনই এরদোগান ইজরাঈল প্রীতি প্রকাশ করলেন ৷

আমরা খুব কষ্ট অনুভব করলাম যখন দেখলাম তুরস্কের এরদোগান ইজরাঈল'কে বন্ধুত্ব বানালো ৷

অথচ আমরা এটা খুব ভালো ভাবে জানি জনাব এরদোগান পবিত্র কোরআনের হাফেজ ৷ উনি খুব সুন্দর ভাবে কোরআন তেলায়ত করছেন ৷ তার এই কোরআন তেলায়ত দেখি বিশ্বের লোকরা ঘোষনা করে দিলোঃ 'বিশ্বের খলিফা'৷

অথচ এই খলিফা মহাশয় বন্ধুত্ব করলেন ইজরাঈলের সঙ্গে ৷ যে ইজরাঈল দীর্ঘ ৭০- বছর ধরে ফিলিস্তিনের উপরে অকথ্য জুলুম করে আসছে ৷

অথচ কোরআনের হাফেজ খলিফা এরদোগান মহাশয় মজলুম ফিলিস্তিনিদের কথা মনে রাখলেন না ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .