۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
ar
রজব তাইয়্যেব এরদোগান

হাওজা / তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালাবে।

মুস্তাক আহমদ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালাবে।

এরদোগানের এই কথাটি বলার কারন হলো তুরস্ক থেকে সিরিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার সীমানা বরাবর এই অভিযান চালিয়ে সিরিয়ার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করা ৷

প্রেসিডেন্ট এরদোগান তার ভাষায় বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় তুর্কি সেনারা এই অভিযান চালাবে। অভিযানের আতওায় সিরিয়ার তাল রিফাত ও মানবিজ শহর পড়বে বলে তিনি জানান। গতকাল (বুধবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তাল রিফাত ও মানবিজ শহরকে সন্ত্রাসী মুক্ত করা হবে। পরে ধাপে ধাপে সব অঞ্চলেই সেনা অভিযান চালানো হবে।

কিন্তু ইহুদীবাদী ইজরাঈলের সন্ত্রাসীর বিরুদ্ধে এরদোগান এক রকম সম্পূর্ণ নীরব কেন ?

বরং তিনি নীরবও নন, অবশেষে ইজরাঈলের সঙ্গে তো বন্ধুত্বও গড়েছেন ৷

তাহলে কি এই বন্ধুত্ব বজায় রাখার জন্যই সিরিয়ায় অভিযান চালাবেন ??

تبصرہ ارسال

You are replying to: .