হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘বিজেপির দুই নেতা যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, আমরা তার নিন্দা জানাই। দলটি প্রকাশ্যে যেভাবে দুই নেতার সমালোচনা করেছে তাতে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেসব বিষয়ে আমরা ভারত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিতভাবে সংশ্লিষ্ট রয়েছি এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারতকে আমরা উৎসাহিত করছি।’
গত ২৬ মে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।
তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।
পরে ভারত সরকার দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের।