রির্পোটঃ মুস্তাক আহমদ
বিগত কয়েক মাস ধরে আমরা এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সফর করছি আহলে বাইতের দ্বীন-এ-হকের বার্তা নিয়ে ৷
ইতিমধ্যে আমরা দুই ২৪পরগণাসহ মেদিনীপুর হাওড়া মুর্সিদাবাদ জেলায় সফর করেছি নতুন এমন বেশকিছু এলাকায় যেখানে একাধিক পরিবার নিয়মিত Channel Win দেখেন এবং আমাদের ফোধ করেন বই, পত্র পত্রিকার প্রয়োজনে ৷ এ ক্ষেত্রে আমারা ৩/৪ বছর ধরে বই পত্র পত্রিকা পাঠিয়েছি ৷
আহলে বাইতের পথে, আহলে বাইতের পরিচয় জ্ঞাপনে ও মানুষের সঙ্গে সু সম্পর্ক সৃষ্টি করে একটি ইত্তেহাদের ভিত্তি মজভুতের লক্ষ্য এই সফর ৷
এ পর্যায়ে আমরা এসেছি কুচবিহার জেলার দীনহাট রেল স্টেশনে নেমে ৫ কিঃমিঃ দূরবর্তী এক এলাকা ৷
যেখান থেকে মুনমুন নামক ছাত্রী আমাদের ফোন করতো এবং আমারা তাকে ইসলামিক বই পত্র পত্রিকা পাঠিয়েছি ৷ আজও তার হাতে নতুন কিছু বই তুলে দেওয়া হয় ৷
এই সফরে আমার সাথী হিসাবে আছেন দুই মওলানা, মওলানা হাবিবুল্লাহ খান ও মওলানা মুনির আব্বাস ৷
পরিশেষে মওলানা মুনির সাহেব একটি ছোট্টো মজলিশ পড়েন সাথে মাসায়েবও পড়েন ৷
এভাবে বাংলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে আহলে বাইতের আলো জ্বলে উঠুক ...৷ এই আশা নিয়ে আমাদের সফর ৷