۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
ইত্তেহাদ
ইত্তেহাদ

হাওজা / বিশ্বব্যাপী মুসলমান এত মার খাচ্ছে কেন ?? কারন তাদের মধ্যে ইত্তেহাদ নেই ৷

মুস্তাক আহমদ

বিশ্বব্যাপী মুসলমান এত মার খাচ্ছে কেন ?? কারন তাদের মধ্যে ইত্তেহাদ নেই ৷

আবার যদি প্রশ্ন করি তাহলে মুসলমানদের মধ্যে এক আল্লাহ এক কোরআন এক নবী (সঃ) বা এক কেবলা হওয়া স্বত্বেও ইত্তেহাদ হচ্ছে না কেন ??

উপরের প্রশ্নের মূলত জবাব হলোঃ মুসলমানদের দ্বীন ইসলামেই নিজেদের মধ্যে বিশাল স্ববিরোধিতা পাওয়া যাচ্ছে বলে ৷

আর সেটি হলো নবী (সঃ)-এর বিদায় হজের মতো গুরুত্বপূর্ণ ভাষণটিই নিয়েই মুসলমানদের মধ্যে মত প্রার্থক্য ও দ্বিচারিতা ৷

অথচ ঐ বিদায় হজের সময় হাজার হাজার মানুষ একই সময়ে নবী (সঃ) বাণী শুনেছিলেন,

আর সেই ভাষণটি নিয়েই বর্তমানে ১টি-২টি নয় বরং ৩টি পরস্পর বিরোধী "সহীহ" নামক হাদিস পাওয়া যায়!!!

সেই পরস্পর বিরোধীতাগুলি নিম্মরূপঃ

১) "আমি তোমাদের জন্য আল্লাহর কিতাবকে (কুরআন) রেখে গেলাম , যদি তোমরা এটাকে আঁকড়ে থাকো, তবে কখনো বিপথগামী হবে না।"

সূত্রঃ [মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ]

২) "আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব (কুরআন) ও আমার সুন্নাহকে রেখে গেলাম , যদি তোমরা এ দু’টোকে আঁকড়ে থাকো, তবে কখনো বিপথগামী হবে না।"

সূত্রঃ [মুয়াত্তা]

৩) আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব (কুরআন) ও আমার পরিবারকে (আহলে বাইত) রেখে গেলাম৷"

সূত্রঃ [মুসলিম , আহমাদ, দারিমি]

বিদায় হজে হাজার হাজার সমবেত মুসলমান নবীপাকের বিদায় বাণী শোনার পরেও একই কথার ৩টি ভার্সন পাওয়া যায় কেন?

এ জবাব কে দেবে ?

নবী সঃএর মত মহান ব্যক্তি কি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন ??

কিন্তু সেটা তো সম্ভবই নয় ৷ তাহলে মুসলমানরা নবীকেই অপমান করছে না কি ?????

বিশ্বব্যাপী মুসলমানদের ধর্মীয় দ্বিচারিতা ব্যাপকভাবে প্রকট ৷

যেহেতু নবীপাকের হাদিস নিয়ে নবীকেই অপমান করছেন, তাই মুসলমান নবীর অভিষাপে গেপ্তার হয়েছে ৷

শেষনবীর মত মহান ব্যক্তির কথাকে তিন চার ভাবে পেশ করছে মুসলমান ৷

ছিঃ ছিঃ ......

আর এই দ্বিচারিতার জন্যই বিশ্বের মুসলমান সঠিকভাবে অমুসলমানদের নিকট "দ্বীন-এ-মুহাম্মাদ" নিয়ে পৌঁছাতে পারেনি ৷

এ ক্ষেত্রে অমুসলমাদের অধিকার ক্ষুন্ন হয়েছে ৷ যেহেতু তাদের নিকট "দ্বীন-এ-মুহাম্মাদ" সঠিকভাবে পৌঁছাই নি, তাই তারা

"দ্বীন-এ-মুহাম্মাদ" এর আলো থেকে বঞ্ছিত হয়েছে ৷

আর এদিকে এই ধর্মীয় দ্বিচারিতা থাকার জন্য মুসলমানদের নিজেদের মধ্যে ইত্তেহাদ হচ্ছে না ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .