হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, দিল্লি জামা মসজিদের ইমাম সৈয়দ আহমদ বুখারী বুধবার উদয়পুরে দর্জি কানাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি আরও বলেন, উদয়পুরে মর্মান্তিক ঘটনা দুঃখজনক।
তিনি বলেন, আমি আমার পক্ষ থেকে এবং ভারতীয় মুসলমানদের পক্ষ থেকে কঠোর ভাষায় নিন্দা জানাই। ইসলাম শান্তি ও মিলনের ধর্ম।
ইমাম আহমাদ বুখারী আরো বলেন, যে ছেলেরা এই বর্বরোচিত কাজ করেছে তারা যদি মহানবীর জীবনী, কুরআনের শিক্ষা এবং শরীয়ত অধ্যয়ন করত, তাহলে হয়তো তারা এই জঘন্য কাজ করত না।
উল্লেখ্য, উদয়পুরের ঘটনার নিন্দা জানিয়ে আসছে বিভিন্ন মুসলিম-অধিভুক্ত সংগঠন।
জমিয়ত উলেমা-ই-হিন্দও ঘটনার নিন্দা করেছে। জমিয়তের সাধারণ সম্পাদক হাকিমুদ্দিন কাসেমী এক বিবৃতিতে বলেছেন, এই কাজটি আইনের দৃষ্টিতে অপরাধ এবং আমাদের ধর্ম এটি অনুমোদন করে না।
কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিস হিন্দের আমীর মাওলানা আসগর আলী ইমাম মেহেদী সালাফীও এক বিবৃতিতে উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।