۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
মুস্তাক আহমদ
মুস্তাক আহমদ

হাওজা / আল্লাহর প্রতিনিধিগনদের সংখ্যা লাখোধিক ৷ তাঁরা নবী রসুল হিসাবে খ্যাত ৷ তাঁদের চরিত্র, তাঁদের জ্ঞান বিচক্ষনতা সবার ঊর্ধ্বে ৷

মুস্তাক আহমদ

ইসলাম আল্লাহ'র সৃষ্টি ৷ আল্লাহ অবশ্যই নির্ভূল ও সুন্দর ৷ আল্লাহপাক তাঁর বিশেষ প্রতিনিধিগনদেরও নিপুঁনতার সহিত সুন্দর ভাবে সৃজন করেছেন ৷

আল্লাহর প্রতিনিধিগনদের সংখ্যা লাখোধিক ৷ তাঁরা নবী রসুল হিসাবে খ্যাত ৷ তাঁদের চরিত্র, তাঁদের জ্ঞান বিচক্ষনতা সবার ঊর্ধ্বে ৷

আর সকল নবী রসুলদের নেতা হযরত মুহাম্মাদ (সঃ) ৷ তিনি আল্লাহর হাবিব হিসাবে খ্যাত ৷ সেই হাবিবুল্লাহ'র চরিত্র জ্ঞান ও বিচক্ষনতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে না ৷ তিনি এমন কোন একটি কর্ম আঞ্জাম দেন নি যেটা নিয়ে মানুষ হাঁসি-তামাশা করতে পারে ৷

কিন্তু বাস্তবে উল্টো ৷ নবী (সঃ)-এর মত মহান চারিত্রিক বৈশিষ্টের অধিকারী'কে বিশ্বের বুকে অসম্মানজনক সমালোচনার ঝড় তুলছে নাস্তিকরা ৷

নাস্তিকরা বলছেঃ তিনি নাকি শিশুকন্যা বিবাহ করেছেন !! ইত্যাদি ইত্যাদি ৷

আজকের নাস্তিকরা ইসলামকে বদনাম করার জন্য এই কথা ব্যাপক ভাবে বিস্তারিত ভাবে ব্যক্ত করছে ৷ এসব শুনে আমাদর অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে, পরে যখন বোখারী, মুসলিম নামক গ্রন্থ খুলে দেখছি, তখন সেখানে দেখছি এসব জাল হাদিস সত্যি সত্যিই লেখা আছে ৷

এখন বুঝছি এই জাল হাদিসগুলি আজকের নাস্তিকরা ইসলামকে বদনাম করার জন্যই বোখারীর ঐ জাল হাদিসগুলি প্রচার করছে ৷

এই ঘটনাকে থেকে পরিস্কার বোঝা যাচ্ছে ...নবীপাকের নামে অপবাদমূলক উমাইয়াদের সৃষ্টি জাল হাদিসগুলি ....আজকের নাস্তিকরা নির্মূল করছে ৷ যেমন কুকুররা নিজেদের স্বভাবজাত বৈশিষ্টে সমাজের ময়লা ভক্ষণ করে পরিস্কার করে ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .