۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
শিয়া
শিয়া সম্প্রদায়ের সৃষ্টির ইতিহাস

হাওজা / কেউ কেউ না জেনে শুনে অথবা ইচ্ছা করেই এমন ধারণা পোষণ করে থাকে যে, সাফাভি রাজত্বের পর থেকে শিয়াদের উদ্ভব এবং ইতিপূর্বে তাদের কোন ইতিহাস ছিলনা!

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কেউ কেউ না জেনে শুনে অথবা ইচ্ছা করেই এমন ধারণা পোষণ করে থাকে যে, সাফাভি রাজত্বের পর থেকে শিয়াদের উদ্ভব এবং ইতিপূর্বে তাদের কোন ইতিহাস ছিলনা!

কিন্তু ইসলামের হাদীসগ্রন্থ সমূহের উপর অতি সামান্য অধ্যয়ন করলেই এ ধারণা পরিবর্তন হয়ে যাবে, খায়রুল বারিয়্যার আয়াতের প্রেক্ষিতে বর্ণিত হাদীসসমূহের আরবী অংশ অধ্যায়ন করলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর আমলে তিনিই সর্ব প্রথম আলী ইবনে আবি তালিব (আঃ) এর অনুসারীদেরকে এ নামে অভিহিত করেন, অতএব শিয়া সম্প্রদায়ের উৎপন্ন হওয়ার ইতিহাস ইসলামের ইতিহাসের সাথেই সংযুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ওফাতের পর তা সৃষ্টি হয়নি।

অতএব যারা না জেনে শুনে অথবা আক্রোষের বশবত ও ইচ্ছা করেই শিয়াদের উপর এমন অভিযোগ করে থাকে এবং অযথা এরূপ অপ্রঙ্গিক বিষয়ের অবতারণা করে থাকে তারা আরব কবির এই পংক্তির অন্তর্ভুক্ত হবে:

و إن كنت تدري فلمصيبة أعظم

و إن كنت لا تدري فتلك مصيبة

অর্থ: যদি সে সব আলেম ব্যক্তিবর্গ উল্লেখিত হাদীস সমূহ সম্পর্কে জ্ঞাত না হয়ে থাকেন তাহলে তা এক প্রকার মুসিবত ও বিপদ (তারা আলেম হওয়ার দাবি করেন কিন্তু কোথায় কি হাদীস আছে তাই জানেনা); আর যদি এসব হাদীস সম্পর্কে জেনে শুনেই এরূপ কথা বলে থাকেন তাহলে তো মুসিবত ও বিপদ কয়েকগুণ বেড়ে যায় । হে আল্লাহ আমাদেরকে এরূপ সাম্প্রদায়িক গোঁড়ামী থেকে রক্ষা করুন।

উপরের লেখাটি 'আয়াতুল্লাহ মাকারেম শিরাজী সাহেবের রচিত অনবদ্য গ্রন্থ "বেলায়াত সম্পর্কিত আয়াতসমূহের তাফসীর" নামক গ্রন্থের ৩৪৫ নাম্বার পৃঃ থেকে সরাসরি তুলে দেওয়া হলো ৷

প্রচারে 'সত্যের পথে পত্রিকা'র পক্ষ্যে মুস্তাক আহমদ

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .