হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের অভিভাবক পরিষদের সাধারণ সম্পাদক, ১৩ জুলাই, ২০২২ তারিখে সভায় বক্তব্য দেওয়ার সময় ইমাম হাদীর (আ:) শুভ জন্মের কথা উল্লেখ করে বলেন, ইমাম হাদী (আ:)-এর সময়কে শিয়া শিক্ষার সমাপ্তি এবং মক্তব জাফরি সংক্রান্ত সমস্যা দূরীকরণের সময় বলা যেতে পারে।
আয়াতুল্লাহ জান্নাতী ঈদে গাদীর এবং আশরায়ে-বেলায়েত ও ইমামত সম্পর্কে বলেন, ঈদুল গাদীর এটি সর্ববৃহৎ ইসলামী ঈদ এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, ঈদে গাদীর হল কুফর জগতের হতাশা এবং ইসলাম ধর্মের পরিপূর্ণতার দিন।
তিনি বলেন, এই দিনে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ বেলায়েতের বরকত উপহার হিসেবে মানুষের ওপর দান করেছেন।
আয়াতুল্লাহ জান্নাতী আরো বলেন, ঈদে গাদীর আসলে আমিরুল মুমিনীনের ফযীলত সম্পর্কে সচেতন হওয়া এবং তার জীবনধারার কাছাকাছি থাকার প্রয়োজনের নাম।