কবি: গুলশান (অনুপ্রেরনায়,সৈয়দ গোলামুস্ সৈয়দায়েন হাশির বকরী জৌরাশী )
রাসুল আল্লাহ্ র(সঃ)পবিত্র হাতের ছত্রছায়ে গদীর,
ফয়জ ঝরে অবিশ্রান্ত,
খুমের প্রান্তে গদীর ৷
এলান ছিল 'মওলা' সবার,তোমার গর্ব গদীর,
আদেশ ছিল কোরয়ান থেকে তাইতো তুমি গদীর ৷
তবলিগে ইসলাম,আর পূর্ন ঈমান গদীর,
গুন্জরিত সৃষ্টি সকল ,হকের রাহে গদীর৷
ঃমোমিন আজো সুরক্ষিত তোমার জন্য গদীর,
সূর্য্য সম জ্বলছ তুমি,তাদের হৃদে গদীর৷
সত্যপ্রকাশ শক্তি তোমার, হকের দিশা গদির,
বরিষনের ছন্দে হৃদয়,মাতিয়ে দিলো গদীর ৷
সবার দ্বার তুমি 'হায়দার',শয়তান কি বোঝে গদীর
ওরাই ভাঙল শর্ত ওয়াদার,সাক্ষি তুমি গদীর ৷
এলান যখন 'ওয়াশি' হবার,পেল সবাই গদীর,
এই ফরমান ওয়াজিব হল,তোমার বুকে গদীর ৷
সাধ্য ছিল সেদিন কারো? বিরোধ করে গদীর?
মোনাফেকও মানতে বাধ্য,তাই দেখলে গদীর ৷
'কেয়ামতে দিন আসবে' সাক্ষ্য দিও গদীর ,
মওলার হাত উচ্চে ধরে'ওয়াশির' এলান গদীর৷
রাসুল(সঃ)তোমায় বেছে নিল,তাই তো তুমি গদীর ,
মহান তুমি খুম কিনারে 'তা কেয়ামত গদীর , ৷