۲۳ آبان ۱۴۰۳ |۱۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 13, 2024
News ID: 382390
16 جولائی 2022 - 12:20
ইমাম রেজা (আ:)
ইমাম রেজা (আ:)

হাওজা / হযরত ইমাম রেজা (আ.) একটি রেওয়ায়েতে কিয়ামতের দিকে ইশারা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘উসূল কাফী’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসের পাঠ নিম্নরূপ:

ইমাম রেজা (আঃ) বলেছেন:

مَـنْ فَـرَّجَ عـَنْ مُـؤمِنٍ فَرَّجَ اللّه ُ عَنْ قَلْبِهِ يَوْمَ الْقِيامَةِ

যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ ও দুশ্চিন্তা দূর করবে, আল্লাহতায়ালা কিয়ামতের দিন তার অন্তর থেকে দুঃখ দূর করবেন।

উসূলে কাফী, ২য় খন্ড, পৃ ২০০

تبصرہ ارسال

You are replying to: .