হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, তেহরানে আস্তানা শীর্ষ সম্মেলনের সপ্তম রাউন্ডের সমাপ্তির পর আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এসব আলোচনায় রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বৈঠকে সিরিয়ার বর্তমান সরকারের বৈধতা ও সার্বভৌমত্বের ওপর জোর দেওয়া হয়।
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, সিরিয়ার ফুরাত নদীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং মার্কিন বাহিনীকে যেকোনো অবস্থাতেই এসব এলাকা ছেড়ে যেতে হবে। তিনি সিরিয়ার সব এলাকার ওপর এ দেশের কেন্দ্রীয় সরকারের আধিপত্যের ওপর জোর দেন।
সৈয়দ ইব্রাহিম রাইসি বলেন, আস্তানা সম্মেলনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এ ক্ষেত্রে সব দেশের সহযোগিতার বিষয়েও একমত হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সিরিয়ার সমস্যা সমাধানে আস্তানার নেতাদের বৈঠক ও আলোচনাকে অত্যন্ত উপযোগী ও কার্যকর বলেছেন।
বৈঠক শেষে বিবৃতি উল্লেখ করে পুতিন বলেন, সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে তিন দেশ স্থিতিশীল সহযোগিতার ওপর জোর দিয়েছে এবং সবাই একমত যে সিরিয়া সংকটের সমাধান শুধুমাত্র রাজনৈতিক মাধ্যমেই সম্ভব।
পুতিন আরও বলেন, এ লক্ষ্যে ইরান ও তুর্কি মিত্রসহ সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে আর এই কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
যৌথ সংবাদ সম্মেলনের সময়, তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানও আস্তানা বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন এবং বলেছেন যে এ অঞ্চলে ভবিষ্যতে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না।