হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "নাহজুল-বালাগাহ" থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
ইমাম আলী (আঃ) বলেছেন:
أَیُّهَا النَّاسُ لَا تَسْتَوْحِشُوا فِی طَرِیقِ الْهُدَی لِقِلَّةِ أَهْلِهِ فَإِنَّ النَّاسَ قَدِ اجْتَمَعُوا عَلَی مَائِدَةٍ شِبَعُهَا قَصِیرٌ وَ جُوعُهَا طَوِیلٌ
যারা হেদায়েতের পথে চলে তাদের অভাবকে ভয় করো না কারণ লোকেরা একটি দস্তরখানের চারপাশে জড়ো হয়েছে যার তৃপ্তির সময় খুব কম এবং ক্ষুধার সময়কাল খুব দীর্ঘ।
(নাহজুল-বালাগাহ ; খুতবা ১৯৯)