۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
আশুরার দিবসে ইমাম হুসাইনের ( আ :) শাহাদাত
আশুরার দিবসে ইমাম হুসাইনের ( আ :) শাহাদাত

হাওজা / আশুরার দিবসে ইমাম হুসাইনের ( আ :) শাহাদাত , গাদ্দার বিশ্বাস ঘাতকদের থেকে প্রকৃত মুসলিম উম্মাহকে শনাক্ত করার মাপকাঠি ।

মুহাম্মাদ মুনীর হুসাইন খান (মুহররম, ১৪৪৪ হি.)

পর্ব ৪- ৫ম হাদীস :

আম্মার আদ দুহনী বলেন : হযরত আলী ( আ:) একদা কা'বের পাশ দিয়ে গমণ করলেন। তখন তিনি ( কা'ব ) বললেন : এর ( আলী ) পুত্র সন্তানদের মধ্য থেকে এক ব্যক্তি একদল ( বন্ধুবান্ধব , ভাই , ভ্রাতুষ্পুত্র ও পিতৃব্য পুত্রদের ) সমেত নিহত ( শহীদ ) হবেন হযরত মুহাম্মাদের ( সা:) কাছে হাউযে কাওসারে যাদের উপনীত

হওয়া পর্যন্ত তাদের দেহের সিক্ততা ও ঘাম শুকাবে না (( অর্থাৎ শহীদ ( নিহত ) হওয়ার সাথে সাথেই ( অনতিবিলম্বেই ) তাঁরা সবাই রাসূলুল্লাহর ( সা:) সাথে মিলিত হবেন । )) । অত:পর তখন হাসান তার পাশ দিয়ে গমণ করলে তাঁকে জিজ্ঞেস করা হল : " এ ব্যক্তি ? " তিনি বললেন : " না ।" অত:পর হুসাইন গমণ করলে জিজ্ঞেস করা হল : " এ ব্যক্তি ? " তখন তিনি বললেন : " হ্যাঁ । " ( দ্র : তাহযীবুত তাহযীব , খ :২ , পৃ : ৩৪৭ - ৩৪৮ ) ।

পর্ব ৪- ৬ষ্ঠ হাদীস :

কারবালার প্রতি অঙ্গুলিনির্দেশ : হযরত আলী ( রা:) কারবালার ঘটনার পূর্বেই হযরত বারা ইবনে আযেবকে ( রা:) বলেছিলেন : আমার কলিজার টুকরা হুসায়নকে লোকেরা তোমার চোখের সামনে শহীদ করবে । কিন্তু তুমি তার কোন সাহায্য করতে পারবে না । সে মতে যখন হযরত হুসায়ন ( রা:) কে শহীদ করা হয় , তখন বারা ইবনে আযেব ( রা:) বলে ওঠেন : আমিরুল মুমিনীন হযরত আলী সত্য বলেছিলেন । হুসায়ন ( রা:) শহীদ হয়ে গেলেন ; অথচ আমি কোন সাহায্যই করতে পারলাম না । তিনি এ কথা বলে বলে অনুতাপ করতেন । ( শাওয়াহেদুন নবুয়ত , পৃ : ২১৮ - ২১৯ )

৭ম হাদীস :

একবার হযরত আলী ( রা:) কারবালা ভূখণ্ডের উপর দিয়ে গমণ করেন । তিনি অশ্রুবর্ষণ করতে করতে এবং এদিক ওদিক তাকাতে তাকাতে স্থানটি অতিক্রম করেন । তিনি বলেন : আল্লাহর কসম , তাদের শাহাদাত এবং তাদের উট ! মরে যাওয়ার এটাই স্থান । তাঁর সহচররা জিজ্ঞাসা করল : এটা কোন্ জায়গা ? তিনি বললেন : এটা কারবালা । এখানে এমন এক দলকে শহীদ করা হবে , যারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে দাখিল হবে । একথা বলে হযরত আলী ( রা:) সেখান থেকে চলে এলেন । হযরত হুসায়ন ( রা:) - এর শাহাদাতের ঘটনা সংঘটিত না হওয়া পর্যন্ত কেউ এ কথার তাৎপর্য উপলব্ধি করতে পারে নি । ( দ্র : প্রাগুক্ত , পৃ : ২১৯ )…চলবে…

تبصرہ ارسال

You are replying to: .