۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম হোসায়েন (আঃ) বলেন : আমি হলাম সেই শহীদ, যাকে কাঁদিয়ে কাঁদিয়ে শহীদ করা হয়। যে মোমিন আমাকে স্মরণ করবে সে অবশ্যই আমার জন্য ক্রন্দন করবে।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قاَلَ الْحسین عَلَیْهِ السَّلاٰمُ : اَنَا قَتِیْلُ الْعِبْرَةِ لَاَیَذْکُرُنِیْ مُوْمِن اِلَّا بَکٰی

ইমাম হোসায়েন (আঃ) বলেন : "আমি হলাম সেই শহীদ, যাকে কাঁদিয়ে কাঁদিয়ে শহীদ করা হয়। যে মোমিন আমাকে স্মরণ করবে সে অবশ্যই আমার জন্য ক্রন্দন করবে।"

তাঁর শাহাদৎ এক বিভীষিকাময়

শাহাদৎ ছিল। তিনি কারবালার তপ্ত মরুভূমিতে আহলেবায়েত এবং নিজ পরিবার সহ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় শহীদ বরণ করে ছিলেন। চিন্তা করে দেখুন! হযরত আলী আসগরের শাহাদাত কতোই বিভীষিকাময় ও মর্মান্তিক ছিল। দশই মহার্রামে ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদাতের পর খাইমাতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং রসূল পরিবারের মহর্ষিণী নারীদের চাদরও লুট করা হয়।

تبصرہ ارسال

You are replying to: .